বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকার আহবান প্রধান উপদেষ্টার দেশের নাম ও সংবিধান পরিবর্তনের অধিকার সরকারের নেই: জাসদ শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন রোনালদোকে ধরে রাখতে ‘অবিশ্বাস্য’ প্রস্তাব আল নাসরের গাজায় অস্ত্রবিরতির কৃতিত্বের দাবি বাইডেনের ক্রিকেট বোর্ডে স্বৈরাচারী প্রভাব, সমাধানের আহ্বান আমিনুল হকের ‘নির্বাচিত সরকার ছাড়া গণতান্ত্রিক দেশ গড়া সম্ভব নয়’ দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত বাবর এইচএমপি ভাইরাস আক্রান্ত নারীর মৃত্যু কোনো ভোটই রাতে হবে না: ইসি মাছউদ বিএনপির পক্ষ থেকে সর্বদলীয় সভায় যোগ দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ ‘ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থী বই পাবে’ ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সমাবেশে হামলায় অন্তর্বর্তী সরকারের নিন্দা ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে বিএনপির অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যই মূল চ্যালেঞ্জ

সহজ ম্যাচ কঠিন করে জিতল নেদারল্যান্ডস

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ১৬, ২০২২
সহজ ম্যাচ কঠিন করে জিতল নেদারল্যান্ডস

 

শেষ ওভারে রোমাঞ্চ ছড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। আরব আমিরাতের দেয়া টার্গেটে ব্যাট করে ৩ উইকেট ও ১ বল হাতে রেখেই জয় তুলে নেয় ডাচরা।

প্রথমে ব্যাট করে ১১১ রান গড়ে সংযুক্ত আরব আমিরাত। লক্ষ্যটা বড় নয় নেদারল্যান্ডসের জন্য। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই লক্ষ্য টপকাতে কিছুটা বেগ পেতে হয়েছে ডাচদের। তারা জিতেছে তিন উইকেটে।

রোববার (১৬ অক্টোবর) জিলংয়ের কার্ডিনিয়া ওভালে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

আরব আমিরাতের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ডাচদের। দলীয় ১৪ রানেই বিদায় নেন বিকরমজিত সিং। শুরুর ধাক্কা কিছুটা সামাল দেয়ার পর ম্যাক্স ও’ডউডকে দলীয় ৪১ রানে প্যাভিলিয়নের পথ দেখান জুনায়েদ সিদ্দিক। এরপর ৮০ রানের মধ্যে ৪ উইকেট হারায় নেদারল্যান্ডস। ৭ম উইকেটে ২৭ রানের জুটি গড়ার পর ফিরে যান টিম ফ্রিঙ্গেল। তিনি ১৬ বলে করেন ১৫ রান।

এরপর আর দলকে কোন বিপদের না ফেলে জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও লোগান ভ্যান বিক। এডওয়ার্ডস ১৬ রানে ও ভ্যান বিক ৪ রানে অপরাজিত থাকেন। আরব আমিরাতের হয়ে জুনায়েদ ৩টি, বাসিল হামিদ, আয়ান আফজাল, কার্তিক মিয়াপ্পান ও জহুর খান একটি করে উইকেট লাভ করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৩ রান তোলে আমিরাত। দলীয় ৫৯ রানে ফেরেন দাউদ। ব্যক্তিগত ৪১ রানে আউট হন ওয়াসিম। স্কোরকার্ডে ৮ রান যোগ হতে ফরিদ। বৃত্তি অরবিন্দ করেন ১৮ রান। বাসিল ফেরেন ৪ রান করে। ১ রান করে ফেরেন দলনেতা রিজওয়ান। শেষদিকে ৫ রান করেন আয়ান আফজাল খান।

 


এ বিভাগের অন্যান্য সংবাদ