অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেট তারকা অ্যান্ড্রু সাইমন্ডস এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শনিবার (১৪মে) অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব কুইন্সল্যান্ডের উপকূলীয় শহর টাউনসভিলের ৫০ কিলোমিটার দূরে হার্ভে রেঞ্জের কাছে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। সাইমন্ডস নেই তা বিশ্বাস করতে পারছেন না তার সাবেক সতীর্থরা।
সাইমন্ডসের বিরুদ্ধে যারা খেলেছেন সেই শোয়েব আখতার সহ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। আখতার লিখেছেন, ‘গাড়ি দুর্ঘটনায় অ্যান্ড্রুর মৃত্যুর খবর শুনে হতভম্ব। আমাদের মাঠ ও মাঠের বাইরে অনেক সম্পর্ক ছিল। তার পরিবারের প্রতি আমার দোয়া।’
সাইমন্ডসের মৃত্যু অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা। তার মৃত্যুতে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন মার্ক টেইলর দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, এটি ক্রিকেটের জন্য আরও একটি দুঃখজনক দিন। এছাড়াও সাইমন্ডসের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন ক্রিকেটাঙ্গনের বহু তারকা। এদিকে কয়েক মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিংবদন্তি রড মার্শ এবং শেন ওয়ার্ন।
১৯৭৫ সালের ৯ জুন ইংল্যান্ডের বার্মিংহামে জন্মগ্রহণ করেন অস্ট্রেলিয়ার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস। দু’বার ক্রিকেট বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ডানহাতি মিডিল অর্ডারের ব্যাটসম্যান এবং মিডিয়াম পেস ও অফ স্পিনে দক্ষতা প্রদর্শন করেন সাইমন্ডস। এছাড়াও তিনি ফিল্ডিংয়েও সমান দক্ষ ছিলেন। ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি সাইমন্ডস সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।