শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

সাকিব ও মাহমুদউল্লাহকে যথার্থ বিদায় দিতে চান শান্ত

স্পোর্টস ডেস্ক
আপডেট : মে ১৫, ২০২৪
সাকিব ও মাহমুদউল্লাহকে যথার্থ বিদায় দিতে চান শান্ত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য অর্জনের মাধ্যমে দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমদউল্লাহ রিয়াদের বিদায়কে স্মরনীয় করে রাখতে চান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ক্যারিয়ার ইতি টানার দ্বারপ্রান্তে থাকায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপই সাকিব-মাহমুদুল্লাহর জন্য আইসিসির শেষ মেগা ইভেন্ট বলে ধারনা করা হচ্ছে।

বুধবার (১৫ মে) শান্ত বলেন, ‘আমি নিশ্চিত নই, এটা সাকিব ও মাহমুদুল্লাহর শেষ বিশ্বকাপ কিনা। কিন্তু এটি ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে দেশকে প্রতিনিধত্ব করছেন তারা। এজন্য আমরা তরুণ খেলোয়াড়রা তাদের ভালো কিছু উপহার দিতে চাই। এটা অবশ্যই তরুণ খেলোয়াড়দের গুরু দায়িত্ব।’

বাংলাদেশ ক্রিকেটে খ্যাতি পাওয়া পঞ্চ পান্ডবের অংশ সাকিব ও মাহমুদুল্লাহ। আগামী মাসে বিশ্বকাপ যখন শুরু হবে তখন সাকিবের বয়স হবে ৩৭ এবং মাহমুদুল্লাহর হবে ৩৮। সাকিব ও মাহমুদুল্লাহর অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দেওয়া ছাড়া তাদের কাছ থেকে বেশি কিছু চান না শান্ত।
তিনি জানান, প্রত্যাশিত ফলাফল অর্জনের লক্ষ্যে দু’জনের অভিজ্ঞতা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খুবই মূল্যবান হবে।

শান্ত বলেন, ‘আমরা তাদের কাছ থেকে বেশি কিছু চাই না। তারা যদি নিজেদের দায়িত্ব অনুযায়ী পারফর্ম করে, তাহলে দল অবশ্যই উপকৃত হবে। অন্য সকলের উন্নতিকল্পে তারা নিজেদের অভিজ্ঞতা অন্য খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে দিবে-এটাই আমরা চাই।’


এ বিভাগের অন্যান্য সংবাদ