মালদ্বীপকে উড়িয়ে এক ম্যাচ হাতে রেখে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ। মিরাজুল ইসলামের হ্যাটট্রিকে ৪-১ গোলে জয় পেয়েছে লাল সবুজ যুবারা। লিগ পর্বে বাকি রইল শুধু নেপালের সঙ্গে ম্যাচ।
দেশের ফুটবলে দীর্ঘদিন পর টানা উচ্ছ্বাস-উদযাপনের উপলক্ষ। সাফ যুব ফুটবলে জিতেই চলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে দিয়ে শুরু, ভারত এরপর মালদ্বীপ। দিন যত বাড়ছে যেন খোলস ছেড়ে বের হচ্ছেন যুব ফুটবলাররা, বাড়ছে গোলের সংখ্যা।
আসরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে যে মিরাজুল ইসলামের একমাত্র গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। শুক্রবার ভূবনেশ্বর দেখল আরও পরিণত মিরাজুলকে। মালদ্বীপের বিপক্ষে এবার হ্যাটট্রিক।
১৮ মিনিটে শুরু লাল সবুজের গোল উৎসব যার মধ্যমণি মিরাজুল। তিন মিনিটের মধ্যে আবার এই ২০ নম্বর জার্সিধারীর গোলেই উৎসবে মাতোয়ারা লাল সবুজ। ঠিক ১০ মিনিট পর স্কোরলাইন ৩-০। গোল করেন রফিকুল ইসলাম। বিরতিরই আগেই হ্যাটট্রিক উদযাপন করেছেন মিরাজুল।
প্রথমার্ধটা বাংলাদেশ যেভাবে প্রতিপক্ষকে শাসন করেছে দ্বিতীয়ার্ধটা একেবারে বিপরীত। স্কোরের বিচারে তো বটেই বরং ব্যবধান কমিয়ে ওই অর্ধটা নিজেদের করে রেখেছে মালদ্বীপ। তবু আসরে নিজেদের টানা দ্বিতীয় হার এড়াতে পারেনি দ্বীপ দেশটি।
বাংলাদেশ বড় ব্যবধানে জয় পেলেও গোল মিসের আক্ষেপ পিছু ছাড়েনি পল স্মলি শিষ্যদের। বেশ কয়েকটি সুযোগ তৈরির সাফল্য থাকলে ফিনিশিংয়ের অপূর্ণতা তিন ম্যাচেই।
টানা ম্যাচের পর এবার কিছুটা বিশ্রাম পাচ্ছেন মিরাজুল-পিয়াস-তানভীররা। লিগ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচ মঙ্গলবার নেপালের বিপক্ষে।