সাফ অনুর্ধ্ব ২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল। প্রথম তিন ম্যাচে দুর্দান্ত নৈপুন্য দেখিয়ে টানা তিন জয় নিয়ে গ্রুপ পর্বের শীর্ষে আছে বাংলাদেশ যুবা দল। জয়ের ধারাবাহিকতা শেষ ম্যাচেও ধরে রাখতে চায় বাংলাদেশ।
তিন ম্যাচে ৪ গোল করে এখন পর্যন্ত আসরের সবচেয়ে বেশি গোলের মালিক বাংলাদেশের মিরাজুল ইসলাম। পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকা নেপালের বিপক্ষে ঘর সামলে রেখে প্রতি আক্রমণে যাওয়ার কৌশলে খেলতে চায় বাংলাদেশ।
ভারতের উড়িষ্যার কালিঙ্গা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় শুরু খেলাটি।