সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ম্যাচে ভারতকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ। বুধবার (২৭ জুলাই) ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত এ ম্যাচে জয় পায় লাল-সবুজ জার্সিধারীরা।
এদিকে ম্যাচের ২৯ মিনিটেই প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। ইমরান খানের লংবল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ-পায়ের প্লেসিংয়ে গোল করেন ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা। ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন পিয়াস। এদিকে ভারতের পক্ষে গোল করেন গুরকিরাত সিং।
এ ম্যাচের ২৯ মিনিটেই প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। ইমরান খানের লংবল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ-পায়ের প্লেসিংয়ে গোল করেন ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা। ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন পিয়াস। এদিকে ভারতের পক্ষে গোল করেন গুরকিরাত সিং।
ম্যাচের ৩৫ মিনিটে প্রথম গোলের দেখা পায় ভারত। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমির এই ম্যাচটি ছিল তুমুল উত্তেজনাপূর্ণ। ম্যাচে দুইবার হাতাহাতির ঘটনা ঘটে। ভারতের খেলোয়াড়রা একাধিকবার ধাক্কা দিয়েছে বাংলাদেশের খেলোয়াড়দের।
এদিকে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের শীর্ষ অবস্থানে রয়েছে। এই জয়ে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেলো বাংলাদেশ।