শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান ‘নতুন প্রস্তাবের সঙ্গে ৩১ দফা মিলে যাবে’ এ বছর হজ নিবন্ধনের সময় বাড়ছে না দুর্বল সাত ব্যাংক সহায়তা পেল ৬৫৮৫ কোটি টাকা আইন উপদেষ্টাকে হেনস্তা: জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ’ পিবিআইর কাছে সাগর-রুনি হত্যার ৩২০১ পৃষ্ঠার নথি হস্তান্তর আমির হোসেন আমুর বিরুদ্ধে বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে মামলা ‘আন্দোলনে গুরুতর আহতদের চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠান’ ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশেষ ‍দূত নিয়োগ ট্রাম্পের ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক যুবকদের লক্ষ্য অর্জনে স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের জামিন তৃতীয়বারের মতো নামঞ্জুর

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : অক্টোবর ৬, ২০২৪
সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের জামিন তৃতীয়বারের মতো নামঞ্জুর

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত এম এ মান্নানের জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত। আজ (রোববার, ৬ অক্টোবর ) সকালে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে এম এ মান্নান অসুস্থতার কারণে আদালতে উপস্থিত না হলেও তার পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। পরে উভয়পক্ষের আইনজীবীদের দীর্ঘক্ষণ যুক্তি তর্ক শেষে আদালতের বিচারক নির্জন মিত্র মান্নানের জামিন নামঞ্জুর করেন।

জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাড.আব্দুল হক গণমাধ্যমকে বলেন, ‘গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাবেক পরিকল্পনামন্ত্রীর হুকুমে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা গুলি, সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন দেশিও অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আজকে সাবেক মন্ত্রীর ধার্য তারিখ হওয়ায় ও তৃতীয়বারের মতো মান্নানের পক্ষের আইনজীবীরা তার জামিন চাইলে আমরা তার বিরোধীতা করেছি এবং আদালত আমাদের কথা শুনে সাবেক এই মন্ত্রীর জামিন নামঞ্জুর করেন।’

সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের পক্ষের আইনজীবী অ্যাড. শফিকুল বলেন, ‘আজকে সাবেক এই মন্ত্রীর ধার্য তারিখ ছিল। কিন্তু গতকাল তিনি শারীরিক অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য সাবেক এই মন্ত্রীকে সিলেটে নিয়ে যাওয়া হয়।’

তিনি বলেন, ‘আমরা আদালতকে মন্ত্রী এই দিন ঘটনাস্থলে ছিলেন না এবং তিনি গুরুতর অসুস্থ সব কিছু বলার পরও আদালত তার জামিন নামঞ্জুর করেছেন।’

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে ৯৯ জনকে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন।

মূলত এই মামলায় গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রায় ১৬ দিন কারাবাস করার সময় হঠাৎ গতকাল (শনিবার, ৬ অক্টোবর) দুপুরে সাবেক এই মন্ত্রী অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসকরা সিলেট ওসমানী মেডিকেল কলেজে রেফার করেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ