ডিভোর্সের পর ক্যারিয়ারে চমক দেখিয়ে যাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু। প্রথমবারের মতো ‘পুষ্পা : দ্য রাইজ’ এর আইটেম গানে নেচে আলোড়ন সৃষ্টি করেন তিনি। আবেদনময়ী রূপে সকলের নজর কাড়েন এই অভিনেত্রী।
বলা চলে, ক্যারিয়ারের সোনালী সময় পার করছেন সামান্থা। তার অভিনীত বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। প্রস্তুতি নিচ্ছেন হাতে থাকা একাধিক বিগ বাজেটের সিনেমার।
এদিকে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর সামান্থার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। এবার চর্চায় উঠে এসেছে ভাগ্যে বিশ্বাসী সামান্থার ভবিষ্যৎ।
জ্যোতিষী কল্পেশ শাহ যা বলেন তাই শোনেন সামান্থা। নায়িকা তার প্রতি বেশ আস্থাশীল। কল্পেশের ভবিষ্যদ্বাণী বলছে, সামান্থার আবার বিয়ে হবে। তবে কিছুদিন পর। তার ওপর এখন ‘বৃহস্পতি’ সহায়। সঙ্গে আছে ‘বুধ’ আর ‘রাহু’।
কল্পেশের মতে, সামান্থার ভবিষ্যৎ উজ্জ্বল। তিনি তার কাজে দারুণ সাফল্য পাবেন। দূরের কোন মানুষের সঙ্গে তার প্রেম ও বিয়ে হবে। এই প্রেম তাকে সান্ত্বনা দেবে।