রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
১৫ বছরে আস্থাহীনতায় রেমিট্যান্স পাঠাতে আগ্রহ কম ছিল প্রবাসীদের নিজ অবয়বে রূপ নিচ্ছেন দেবী দুর্গা শেরপুর ও ময়মনসিংহে বন্যার অবনতি, ৫ জেলায় জলাবদ্ধতা বিশ্বে বায়ুদূষণের শীর্ষে ভিয়েতনামের হ্যানয় শহর, ১০ নম্বরে ঢাকা গাজায় হামলার বর্ষপূর্তি কাল, বিশ্বজুড়ে যুদ্ধবিরোধী সমাবেশ ইরানে হামলার ঘোষণা নেতানিয়াহুর লেবাননে ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ৬ সেনা নিহত দেশের ৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস একইদিনে জয় আর্সেনাল, ম্যানসিটি ও লিভারপুলের ইংল্যান্ডের কাছে হার নিগারদের শেষ মুহূর্তের গোলে মায়ামির কষ্টার্জিত জয় শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৭ ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৯২৭ মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য বিমানবন্দরে হবে স্পেশাল লাউঞ্জ

সামান্থার পর বিরল রোগে আক্রান্ত বরুণ ধাওয়ান

রিপোর্টারের নাম :
আপডেট : নভেম্বর ৬, ২০২২
সামান্থার পর বিরল রোগে আক্রান্ত বরুণ ধাওয়ান

দক্ষিন ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ‘মায়োসাইটিস’ নামক বিরল রোগে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন। এটা মস্তিষ্কের একধরনের জটিল রোগ। এবার জানা গেল, বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানও বিরল এক রোগে আক্রান্ত। এর জন্য সিনেমার কাজ থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তিনি।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিরল রোগে আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছেন বরুণ।

এদিকে বরুণের পরবর্তী সিনেমা ‘ভেড়িয়া’। আগামী ২৫ নভেম্বরে বলিউডে মুক্তি পাবে হরর কমেডি ঘরানার সিনেমাটি। এতে বরুণের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৃতি স্যানন, দীপক ডোব্রিয়াল, অভিষেক ব্যানার্জি, পালিন কাবাক।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বরুণ জানিয়েছেন, ‘ভেস্টিবুলার হাইপোফাংশন’ রোগে আক্রান্ত তিনি। ‘যুগ যুগ জিও’ সিনেমার প্রচারের সময়ই শরীর খারাপ অনুভব করেন বরুণ। বরুণের কথায়, যুগ যুগ জিও সিনেমার প্রচারে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে দিনরাত এক হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন নির্বাচনী প্রচার চালাচ্ছি। সঙ্গে বরুণ জানান, করোনা পরবর্তীকালে আমরা সবাই ইঁদুর দৌড়ে ব্যস্ত। আর সেই দৌড়ের জন্যই শরীর খারাপ হচ্ছে। বিশেষ করে মানসিক দিক থেকে বিপর্যস্ত।

আপাতত সব দৌড়ঝাঁপ বন্ধ করে দিয়েছেন বরুণ ধাওয়ান। অভিনেতা বলেন, আমি জানতাম না আমার সঙ্গে ঠিক কী ঘটছে। আমার একটা সমস্যা দেখা দিয়েছে, যেটাকে বলে ভেস্টিবুলার হাইপোফাংশন। মূলত এই রোগে শরীরের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হয়। তার মধ্যেই আমি মারাত্মক পরিশ্রম করে ফেলেছি। কারণ আমরা সবাই দৌড়াচ্ছি, কেউ জানতে চাইছে না কেন। আমাদের সবার এইখানে থাকবার একটা নির্দিষ্ট কারণ রয়েছে, আমি সেই কারণটা খোঁজার চেষ্টা করছি।’

উল্লেখ্য, ভেস্টিবুলার সিস্টেমে সমস্যা হলে ভার্টিগোর সমস্যা দেখা দেয়। যেকোনো সময় শরীর ভারসাম্য হারাতে পারে।যেসব স্নায়ু শরীরের ভারসাম্য রক্ষা করে তা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের ভেস্টিবুলার অংশ।


এ বিভাগের অন্যান্য সংবাদ