দেশে জিয়া, এরশাদ ও খালেদার শাসনামলে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, সংবিধানে রাষ্ট্রধর্ম যোগ করে সাম্প্রদায়িকতা উস্কে দেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়তে হলে সংবিধান পরিবর্তনের পাশাপাশি মানুষের চেতনায় পরিবর্তন আনতে হবে।
বাংলাদেশের সংবিধানের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
এ সময় বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ইতিহাসবিদ মুনতাসির মামুন ও সংসদ সদস্য আরমা দত্তসহ অনেকে।
বক্তারা বলেন, একাত্তরের সংবিধান বদলে দিয়ে দেশকে সাম্প্রদায়িক করে তোলার উদ্যোগ নেয়া হয়েছিল। তাই সংবিধান সংশোধন করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ে তোলার দাবি জানান তারা।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, পঁচাত্তরের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশকে ভুল পথে নিয়ে যাওয়া শুরু হয়। পর সংবিধানে পরিবর্তন করে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছে জিয়া, এরশাদ, খালেদার তিন দশক দীর্ঘ শাসনামলে।
অসাম্প্রদায়িক দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান অনুষ্ঠানের বক্তারা।