মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র প্রশাসনে স্বৈরাচার থাকলে দেশ বিপজ্জনক পরিস্থিতিতে পড়বে: রিজভী দ:কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমির সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি পেল ৭ প্রতিষ্ঠান শেখ হাসিনার অবস্থান জানে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা সুন্দরবনে বাঘ বেড়েছে : পরিবেশ উপদেষ্টা বরখাস্ত উর্মির বিরুদ্ধে মানহানির মামলার আবেদন দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকায় কোনো থ্রেট নেই : ডিএমপি কমিশনার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতে ফোন নম্বর প্রকাশ বিজিবির ফুটবল অধ্যায়ের ইতি টানলেন ইনিয়েস্তা লেবাননের বৈরুত, পূর্ব ও দক্ষিণ অংশে হামলা শুরু করেছে ইসরায়েল এবার পূজায় কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা আবার রিমান্ডে সালমান, দীপু, পলক ও মামুন একদিন বাড়লো পূজার ছুটি

‘সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়েছে জিয়া-এরশাদ-খালেদার শাসনামলে’

রিপোর্টারের নাম :
আপডেট : নভেম্বর ৪, ২০২২
‘সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়েছে জিয়া-এরশাদ-খালেদার শাসনামলে’

দেশে জিয়া, এরশাদ ও খালেদার শাসনামলে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, সংবিধানে রাষ্ট্রধর্ম যোগ করে সাম্প্রদায়িকতা উস্কে দেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়তে হলে সংবিধান পরিবর্তনের পাশাপাশি মানুষের চেতনায় পরিবর্তন আনতে হবে।

বাংলাদেশের সংবিধানের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

এ সময় বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ইতিহাসবিদ মুনতাসির মামুন ও সংসদ সদস্য আরমা দত্তসহ অনেকে।

বক্তারা বলেন, একাত্তরের সংবিধান বদলে দিয়ে দেশকে সাম্প্রদায়িক করে তোলার উদ্যোগ নেয়া হয়েছিল। তাই সংবিধান সংশোধন করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ে তোলার দাবি জানান তারা।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, পঁচাত্তরের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশকে ভুল পথে নিয়ে যাওয়া শুরু হয়। পর সংবিধানে পরিবর্তন করে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছে জিয়া, এরশাদ, খালেদার তিন দশক দীর্ঘ শাসনামলে।

অসাম্প্রদায়িক দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান অনুষ্ঠানের বক্তারা।


এ বিভাগের অন্যান্য সংবাদ