মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে সরানোর অপচেষ্টা চলছে। দেশে একটি কুচক্রী মহল একটি দুর্নীতিবাজ, স্বাধীনতাবিরোধী এবং সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে।
বুধবার (৩১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে খুলনা জেলা সাংবাদিক ফোরাম আয়োজিত ‘জাতীয় শোক দিবসের’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষকে মনে রাখতে হবে—এই দেশে শেখ হাসিনা না থাকলে পদ্মা সেতু হতো না, কর্ণফুলী টানেল হতো না, গৃহহীন মানুষকে ঘর দেওয়ার প্রকল্প হতো না। এমনকি শতভাগ বিদ্যুতায়নের দেশ হতো না। জয় বাংলার স্লোগান থাকতো না।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা না থাকলে হয়তো দেশে জাতীয় পতাকাই পরিবর্তন করে ফেলতো। আপনার আমার মাথার ওপর হয়তো চাঁদ-তারার পতাকা থাকতো। এই সবকিছু যেন আমাদের দেখতে না হয়—তাই এখন থেকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’
এ সময় তিনি নেত্র নিউজের আয়নাঘর নামক ডকুমেন্টারি প্রসঙ্গে বলেন, ‘দেশে অস্থিরতা তৈরির জন্য একবার আল-জাজিরাকে দিয়ে র্যাবের ওপর স্যাংকশনের ব্যবস্থা করানো হলো। তারপর এখন আবার শুরু করেছে আয়নাঘর দিয়ে। এই আয়নাঘর দিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক হিসেবে যাদের মানা হয়—সেই সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। দেশে অস্থির অবস্থা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব। প্রধান আলোচক ছিলেন—শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, বিশেষ অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী প্রমুখ।