শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকার আহবান প্রধান উপদেষ্টার দেশের নাম ও সংবিধান পরিবর্তনের অধিকার সরকারের নেই: জাসদ শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন রোনালদোকে ধরে রাখতে ‘অবিশ্বাস্য’ প্রস্তাব আল নাসরের গাজায় অস্ত্রবিরতির কৃতিত্বের দাবি বাইডেনের ক্রিকেট বোর্ডে স্বৈরাচারী প্রভাব, সমাধানের আহ্বান আমিনুল হকের ‘নির্বাচিত সরকার ছাড়া গণতান্ত্রিক দেশ গড়া সম্ভব নয়’ দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত বাবর এইচএমপি ভাইরাস আক্রান্ত নারীর মৃত্যু কোনো ভোটই রাতে হবে না: ইসি মাছউদ বিএনপির পক্ষ থেকে সর্বদলীয় সভায় যোগ দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ ‘ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থী বই পাবে’ ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সমাবেশে হামলায় অন্তর্বর্তী সরকারের নিন্দা ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে বিএনপির অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যই মূল চ্যালেঞ্জ

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

অনলাইন ডেস্ক
আপডেট : জুন ৮, ২০২৪
সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। গেল ২৪ ঘণ্টায় আরও ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। হঠাৎ বৃষ্টি আবার তীব্র তাপপ্রবাহে ডেঙ্গুর চরিত্র পাল্টানোর কারণে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যু। রাজধানীর ঢাকা দক্ষিণ সিটির ৭৩ নম্বর ওয়ার্ডে খাল, ডোবা রয়েছে সেখানে মশার উপদ্রব বেড়েই চলেছে।

এবার মৌসুমের আগে থেকেই ডেঙ্গুর প্রকোপ। গেল এপ্রিলজুড়ে চলেছে তীব্র তাপপ্রবাহ, তারপর মে মাসের প্রথম সপ্তাহ থেকে কয়েকদিনের বৃষ্টি, এরপর গেল সপ্তাহে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি। এতে প্রকৃতি কিছুটা স্বস্তি পেলেও নগরবাসীকে শঙ্কা জাগিয়েছে ডেঙ্গুঝুঁকি।

ইদানিং এই রোদ, এই মেঘ জমে বৃষ্টি, যাতে নগরীর বিভিন্ন স্থানে সবসময়ই পানি জমে দীর্ঘস্থায়ী হচ্ছে জলাবদ্ধতা। ঢাকার অনেক ওয়ার্ডের অধীনে থাকা খালে নেই পানির প্রবাহ- নিষ্কাষন ব্যবস্থা তো দূরের কথা। যাতে প্রতিনিয়তই জন্ম নিচ্ছে এডিসের লার্ভা।

সারা দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশালে বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭জন রয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলছেন, ডেঙ্গু প্রতিরোধ সম্মিলিত ব্যাপার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। তবে এডিস প্রতিরোধ না করতে পারলে হাজারও চিকিৎসার প্রস্তুতি নিয়ে লাভ নেই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মশা যেন না হয় সেটার ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি হিসেবে প্রচুর স্যালাইন আছে। সেজন্য এতে বেশি সমস্যা হবে না। তবে মশা যেন না হয় সে দিকেই বেশি নজর দিতে হবে।’

চলতি বছরের ৭ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে তিন হাজার ১৯ জন। এর মধ্যে ১ হাজার ৮৩২ জন পুরুষ এবং ১ হাজার ১৮৭ জন নারী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৭ জন।


এ বিভাগের অন্যান্য সংবাদ