শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বৃহস্পতিবার থাইল্যান্ডে পৌঁছাতে পারেন। সেখানে সাময়িক আশ্রয় চাইতে পারেন তিনি। ব্যাপক বিক্ষোভের মুখে গত মাসে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে যান গোটাবায়া। পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন সাবেক সেনা কর্মকর্তা গোটাবায়া রাজাপাকসে। ক্ষমতার মাঝপথে পদত্যাগ করা শ্রীলঙ্কার প্রথম প্রেসিডেন্ট তিনি।
রয়টার্সের তথ্যমতে, নাম প্রকাশে অনিচ্ছুক দুইটি সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট সিঙ্গাপুর ছেড়ে বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যেতে পারেন। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। থাই সরকারের মুখপাত্র রাচাদা থানাডিরেক রয়টার্সকে বলেছেন, ‘কোনও মন্তব্য নয়’।
শ্রীলঙ্কার ছেড়ে যাওয়ার পর প্রকাশ্যে কোথাও দেখা দেননি গোটাবায়া রাজাপাকসে। এই মাসে সিঙ্গাপুর সরকার জানায়, তারা শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টকে কোনও দায়মুক্তি কিংবা বাড়তি সুবিধা দেবে না। শ্রীলঙ্কার প্রভাবশালী রাজাপাকসে পরিবারের সদস্য ৭৩ বছরের গোটাবায়া শ্রীলঙ্কার সেনাবাহিনীতে কাজ করেছেন। পরে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।
গোটাবায়া রাজাপাকসে প্রতিরক্ষামন্ত্রী থাকার সময়ে সরকারি বাহিনী ২০০৯ সালে চূড়ান্তভাবে তামিল বিদ্রোহীদের পরাজিত করে। অবসান ঘটে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের। কয়েকটি মানবাধিকার গ্রুপ চায় ওই সময়ে রাজাপাকসের সংঘটিত যুদ্ধাপরাধের তদন্ত হোক। তবে এই অভিযোগ বরাবর অস্বীকার করে আসছেন তিনি। সূত্র: রয়টার্স