ঘূর্ণিঝড় সিত্রাং এর আঘাতে দেশের ৪১৯টি ইউনিয়নের দশ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান। আজ মঙ্গলবার (২৫শে অক্টোবর) দুপুরে, সচিবালয়ে ঘূর্ণিঝড় পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
এসময় তিনি জানান, ঝড়ে ছয় হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি এক হাজার মাছের ঘের নষ্ট হয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ঝড়টি অনেক দ্রুত গতিতে উপকূল অতিক্রম করেছে।
‘চিংড়ি চাষিদের সুদমুক্ত ঋণ দেওয়া হবে। এ ছাড়া, ক্ষতিগ্রস্ত ঘরের জন্য টিন ও নির্মাণশ্রমিকদের মজুরি দেওয়া হবে’, বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও জানান, সিত্রাংয়ের কারণে দেশের ৬ হাজার ৯২৫টি আশ্রয়কেন্দ্রে ১০ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। আজ সকালে লোকজন আশ্রয়কেন্দ্র ছেড়ে চলে গেছে।’