রাজধানীর সিদ্দিক বাজারে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় আহত এক ব্যক্তির হাসপাতালে মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ জনে।
বুধবার রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ মুসা (৪৫) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।
এদিকে, মঙ্গলবারের দুর্ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৯ জন রোগী ভর্তি আছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, যারা আছেন তাদের কেউই শঙ্কামুক্ত নন। কারো শরীরের ৮০ শতাংশ, কারো ৯০ শতাংশ, কারো ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। আমরা কাউকে শঙ্কামুক্ত বলতে পারবো না।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শেষ হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবন ও পাশের আরও দুটি ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান চলবে।