সিভিল কনস্ট্রাকশন পরামর্শে আস্থার নাম হয়ে উঠছে ‘হোম আর্টিসান বিডি’। একঝাঁক তরুণ পুর-প্রকৌশলীর সমন্বয়ে গড়ে ওঠা এই পরামর্শক প্রতিষ্ঠান অনেকদিন ধরেই কাজ করছে রাজধানী ঢাকায়। তবে গ্রাহকদের আস্থা অর্জন করায় পরামর্শের বাইরে ভবন সংস্কার(রিনোভেশন), নির্মাণ, ডিজাইন, ইন্টেরিয়র, সরবরাহ নিয়েও কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।
সেবা ও পরামর্শ পেতে গ্রাহকরা ভিজিট করতে পারেন www.homeartisanbd.com। অফার সম্পর্কে জানতে সংযুক্ত থাকতে পারেন facebook.com/homeartisanbd এই পেইজে। যোগাযোগ করতে পারেন হটলাইন ০১৯৩২-০৫৩৪১৬ নাম্বারে।