শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আইন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক জাদেজা-অশ্বিনের জুটিতে দিনের শেষটা নিজেদের করে নিলো ভারত চলতি অর্থবছরে ২ বিলিয়ন ডলার দিতে পারে বিশ্বব্যাংক মব জাস্টিসের নামে ‘পিটিয়ে হত্যা’ দুঃখজনক: স্বরাষ্ট্র উপদেষ্টা সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া সঠিক নয়: মির্জা ফখরুল ‘সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠানো হোক’ ডিসির কাছে জবাবদিহি করতে হবে সেনা কর্মকর্তাদের বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের শ্রীলঙ্কাকে ‘মোবাইল নাম্বার’ উপহার দিয়েছে বাংলাদেশ ফিফা র‌্যাঙ্কিংয়ে পয়েন্ট খোয়াল ব্রাজিল-আর্জেন্টিনা মেসির মায়ামিকে রুখে দিল আটলান্টা তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন, এগিয়ে বামপন্থী নেতা আমাজনের বেশিরভাগ নদীই মরুভূমি হবার পথে

সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙন

সিরাজগঞ্জ সংবাদদাতা
আপডেট : আগস্ট ১২, ২০২২
সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙন

সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীর ভাঙন শুরু হয়েছে। এরইমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে উপজেলার গালা ইউনিয়নের বহু বসত বাড়ি ও ফসলি জমি। হুমকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ আরও অনেক স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে না। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন কবলিত এলাকায় বালুর বস্তা ফেলা হচ্ছে।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের গ্রামগুলোতে একের পর এক স্থাপনা যমুনা নদীতে বিলীন হয়েছে যাচ্ছে। গত এক সপ্তাহ নদী গর্ভে চলে গেছে এমন অর্ধশত স্থাপনা।

স্থানীয়রা জানান, গত দুই মাস ধরে গালা ইউনিয়নের বিনোটিয়া-মাজ্জান ও ফকিরপাড়াসহ আশপাশের ১২টি গ্রামে নদীর ভাঙন চলছে।এরই মধ্যে এসব গ্রামের ফসলি জমি ও বাড়ি ঘরসহ শতাধিক স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকির মুখে রয়েছে নদী রক্ষা বাঁধটিও। এলাকাবাসীর অভিযোগ, নদীতে চর জেগে ওঠায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, ফলে ভাঙন ভয়াবহ আকার ধারণ করছে। ভাঙন রোধে দ্রুত নদী খনন করে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি তাদের।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানালেন, তাৎক্ষণিকভাবে ভাঙন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি রক্ষায় উদ্যোগ নেয়া হয়েছে।

নদী খননের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।


এ বিভাগের অন্যান্য সংবাদ