সিরাজগঞ্জে বাস চাপায় কলেজছাত্র নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৩:৫৩ অপরাহ্ণ, বুধবার, ২৫ মে ২০২২ ২৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে বাস চাপায় মোটরসাইকেলের চালক জিসান (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরোহী সিফাত হোসেন।

বুধবার সকালে সদর উপজেলার খোকশাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহত জিসান শহরের পৌর এলাকা সমাজ কল্যাণ মোড়ের জুয়েল শেখের ছেলে ও ছোনগাছা কারিগরী কলেজের ছাত্র। আহত সিফাত হোসেন (১৮) একই এলাকার মামুনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে দুই বন্ধু মোটরসাইকেলযোগে ছোনগাঁছা যাচ্ছিলেন। এসময় ওই এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক বাসের চাপায় ঘটনাস্থলে মারা যান জিসান এবং আহত হন তার বন্ধু সিফাত। আহত সিফাতকে উদ্ধার করে হাসপাতালে পাঠান হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জে বাস চাপায় কলেজছাত্র নিহত

আপডেট সময় : ০১:৫৩:৫৩ অপরাহ্ণ, বুধবার, ২৫ মে ২০২২

সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে বাস চাপায় মোটরসাইকেলের চালক জিসান (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরোহী সিফাত হোসেন।

বুধবার সকালে সদর উপজেলার খোকশাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহত জিসান শহরের পৌর এলাকা সমাজ কল্যাণ মোড়ের জুয়েল শেখের ছেলে ও ছোনগাছা কারিগরী কলেজের ছাত্র। আহত সিফাত হোসেন (১৮) একই এলাকার মামুনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে দুই বন্ধু মোটরসাইকেলযোগে ছোনগাঁছা যাচ্ছিলেন। এসময় ওই এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক বাসের চাপায় ঘটনাস্থলে মারা যান জিসান এবং আহত হন তার বন্ধু সিফাত। আহত সিফাতকে উদ্ধার করে হাসপাতালে পাঠান হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।