সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দুপুরে খালকুলা বাজার এলাকায় পোঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।