মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বসুন্ধরার চেয়ারম্যান ও তাঁর পরিবারের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে ফেলেছে : ড. ইউনূস বাংলাদেশের হাই কমিশনে হামলা: ত্রিপুরার ৩ পুলিশ বরখাস্ত সীমান্তে যেকোনো অপতৎপরতা রোধে প্রস্তুত বিজিবি সেনাসদস্যদের দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বললেন সেনাপ্রধান ‘আগরতলার ঘটনা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ’ ‘পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না’ দুর্নীতির শীর্ষে পাসপোর্ট-বিআরটিএ-আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ‘বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী দরকার’ চিন্ময়ের জামিন শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য ঘূর্ণিঝড় ফিনজালে ভারত-শ্রীলঙ্কায় নিহত ২০ সিরিয়ায় ঢুকেছে ইরান-সমর্থিত ইরাকি যোদ্ধারা গাজায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালাল ইসরায়েল, নিহত ১১ জিম্মিদের মুক্তির জন্য হামাসকে সময় বেঁধে দিলেন ট্রাম্প

সিরিয়ায় কুর্দি বাহিনীর হামলায় নারী-শিশুসহ নিহত ১১

আর্ন্তজাতিক ডেস্ক
আপডেট : নভেম্বর ২৬, ২০২৪
সিরিয়ায় কুর্দি বাহিনীর হামলায় নারী-শিশুসহ নিহত ১১

উত্তর সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) হামলায় ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী, তার দুই শিশু এবং একজন পুরুষ রয়েছেন। ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক-সমর্থিত গোষ্ঠীগুলোর মানবপাচারের একটি কেন্দ্র ছিল এই হামলার প্রধান লক্ষ্য। নিহতদের মধ্যে তুরস্কপন্থী সাতজন যোদ্ধাও রয়েছেন। এসডিএফের দাবি, তাদের বোমা হামলা ও সামরিক অভিযানে এই যোদ্ধাদের বড় ধরনের ক্ষতি হয়েছে।

পর্যবেক্ষণ সংস্থার মতে, এই হামলা শুধুমাত্র সামরিক অবস্থান নয়, বরং মানবপাচার কার্যক্রমের সাথে সরাসরি জড়িত একটি কেন্দ্রে চালানো হয়। কুর্দি বাহিনীর লক্ষ্য ছিল সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের প্রভাব কমানো।

হামলার দায় স্বীকার করেছে এসডিএফ। সংগঠনটি জানিয়েছে, তুরস্ক-সমর্থিত যোদ্ধাদের কার্যক্রম প্রতিহত করতেই এই হামলা চালানো হয়েছে।

উত্তর সিরিয়ায় কুর্দি বাহিনী ও তুরস্ক-সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের প্রভাব কমাতে কুর্দি বাহিনী তাদের কার্যক্রম জোরদার করেছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থাগুলো।


এ বিভাগের অন্যান্য সংবাদ