সিরিয়ায় মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত তিন জন সিরীয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন জন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
সানা জানিয়েছে, রোববার রাত ৮টা ৫০ মিনিটে ওই হামলার ঘটনা ঘটে। এসময় রাজধানী দামেস্কের কাছে শহরতলীর ‘কিছু পয়েন্ট’ এবং উপকূলীয় প্রদেশ তারতুসে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
নাম প্রকাশে অনিচ্ছুক সিরীয় সেনাবাহিনীর কিছু সূত্রের বরাত দিয়ে সানা জানায়, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী ‘আগ্রাসন’ রুখে দিয়েছে এবং কিছু মিসাইল ভূপাতিত করেছে।
খবরে বলা হয়, এই আগ্রাসনে তিন সেনা নিহত হয়েছে। আর আহত হয়েছে আরও তিন জন। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পূর্ব দিক থেকে দামেস্কে হামলা চালানো হয়। আর তারতুসে হামলা চালানো হয় ভূমধ্যসাগর থেকে।
সামরিক সূত্রটি সানাকে জানিয়েছে, ইসরায়েলি মামলায় হতাহত ছাড়াও কিছু ‘বস্তুগত ক্ষতি হয়েছে’। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি সেনাবাহিনী।