সিলেটগামী আন্তনগর পারাবত ট্রেনে আগুন লেগেছে। সিলেটের শমসেরনগর রেল স্টেশনের অদুরে শমসেরনগর বিমানবন্দরের পাশে শনিবার (১০ জুন) দুপুর ১টার দিকে ট্রেনে আগুনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় বন্ধ হয়ে গেছে ঢাকা-সিলেট রেল যোগাযোগ ব্যবস্থা।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ট্রেনের দুটি বগিতে আগুনে জ্বলছে। স্থানীয়রা আগুন লাগার বগি থেকে অন্য বগি আলাদা করে দেওয়ায় আগুনের বিস্তৃতি ঘটেনি।
খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে শুরু করে। এছাড়া, শ্রীমঙ্গল এবং মৌলভীবাজার থেকে ফায়ার সার্ভিসের অন্য ইউনিটগুলো যোগ দিয়েছে।
রেলের এডিজি অপারেশন সরদার শাহদাত হোসেন জানায়, সিলেটগামী পারাবত এক্সপ্রেসে আগুন লেগেছে। মূলত পাওয়ার কার যেখান থেকে এসি বগিতে বিদ্যুতের লাইন দেয়া হয় সেখানে আগুন লাগে। ইঞ্জিনসহ আটটি কোচ নিরাপদে অন্য স্টেশনে নেয়া হয়েছে। আগুনের কারণে পাওয়ার কারসহ তিনটি বগি এখনও সরানো যায়নি। ফায়ার সার্ভিস কাজ করছে। আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন আগুন লাগার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো যাত্রীর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’