বৃষ্টি ও পাহাড়ি ঢলে অব্যাহত থাকায় সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির অপরিবর্তিত রয়েছে। জেলার ছয় উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ তিন দিন ধরে রয়েছেন পানিবন্দী। প্রশাসন বলছে তাদের নিরাপত্তা ও প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হবে।
এদিকে সুরমা নদী উপচে সিলেট নগরীতে প্রবেশ করছে পানি। তৈরি হয়েছে জলাবদ্ধতা, দুর্ভোগ। ডুবে গেছে নগরীর প্রধান সড়কগুলো। বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় চরম দুর্ভোগের সঙ্গে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
ভারি বৃষ্টি আর ভারত থেকে আসা পাহাড়ি ঢলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সঙ্গে সিলেট নগরীর বিভিন্ন স্থানে গত দুই দিন থেকে শুরু হয় জলাবদ্ধতা। সুরমা নদীর পানি ক্রমাগত বাড়তে থাকায় নগরীর পানি নিষ্কাষণ বন্ধ হয়ে গেছে। গতকাল সোমবার (১৬ মে) রাত ও আজ ভোরের বৃষ্টির পর সিলেট নগরীর প্রধান সড়কগুলোও তলিয়ে যায় পানির নিচে।
নগরবাসী বলছেন, ২০০৪ সালের পর এ ধরনের দুর্যোগ দেখেননি তারা। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সিলেট নগরীর ড্রেনেজ ব্যবস্থার সংস্কার নিয়েও অসন্তোষ জানিয়েছেন তারা।