শনিবার, ২১ জুন ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি দেশে ফিরছেন তারেক রহমান, গুলশানের বাড়ি প্রস্তুত বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠন করতে যাচ্ছে বাংলাদেশ-চীন-পাকিস্তান ডি মারিয়ার জোড়া গোলে বড় জয় বেনফিকার চেলসিকে হারিয়ে ইতিহাস গড়ল ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী নেতাকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়বে: গ্রিসের জাহাজমন্ত্রী ইরানে মোসাদ সংশ্লিষ্ট ৫৪ গুপ্তচর গ্রেফতার ইরানের উত্তরাঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ইরানের আঘাতে ইসরাইলের ক্ষতির পরিমাণ শত শত কোটি ডলার ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৬, বাসে আগুন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটারের সাক্ষাৎ

সিলেটে বন্যা কবলিতদের পাশে বিসিবি

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ১৯, ২০২২
সিলেটে বন্যা কবলিতদের পাশে বিসিবি

সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নির্দেশে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

রোববার (১৯ জুন) মিরপুরে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই সব সময় আমাদের চেষ্টা থাকে এ ধরণের প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের পাশে থাকার জন্য। এবং এটার ব্যতিক্রম হবে না বলে আমি মনে করি। আমাদের বোর্ড সভাপতি মহোদয় ইতোমধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন যে কিভাবে কি কাজ করলে হয়তো বা তাদের পাশে থাকা যাবে, সেভাবে আমাদের দেখতে বলেছেন এবং আমরা সেটা নিয়ে কাজ করছি।’

এদিকে বিসিবি পরিকল্পনা করার আগেই সিলেটের বিসিবি পরিচালক আওয়ামী লিগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল উদ্যোগ নিয়ে কাজ করছেন বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য।

নাদেলের সঙ্গে আলাপ করে বিসিবিও সাহায্য কার্যক্রমে নিজেদের যুক্ত করার সর্বাত্মক চেষ্টা করছে। খুব দ্রুতই ভালো খবর দেয়া যাবে বলে বিশ্বাস বিসিবি প্রধান নির্বাহীর।

তিনি বলেন, ‘ইতোমধ্যে আমাদের যে সংশ্লিষ্ট বোর্ড পরিচালক আছেন, তার সাথে আমাদের কথা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে উনি যোগাযোগ করছেন কিভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি বা কিভাবে আমরা পাশে থাকতে পারি সে ব্যাপারে আমরা কাজ করছি। খুব শিগগির আমরা আশা করছি হয়তো কিছু একটা আপনারা দেখতে পারবেন।’

সিলেটে বিসিবির স্থাপনা ব্যবহারের এখনো কোনো অনুরোধ আসেনি। তাই এখন সেটা নিয়ে ভাবছে না দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। বরং আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন জায়গায় আটকে পড়া মানুষকদের কাছে খাদ্য সামগ্রী পাঠানোর উদ্যোগ নিচ্ছে বিসিবি।

নিজামউদ্দিন চৌধুরী যোগ করেন, ‘এ ধরণের অনুরোধ আমাদের কাছে আসেনি। তারা যে সমস্ত স্থাপনাগুলো ব্যবহার করছেন আমরা যতটুক জানি সে সমস্ত জায়গায় খাদ্য সামগ্রী বা কিছু পৌঁছে দেওয়ার ব্যাপারে কথা হচ্ছে। এ ধরণের আমাদের কোনো স্থাপনা ব্যবহারের ব্যাপারে আমাদের কাছে এখনো কোনো অনুরোধ আসেনি।’

এর বাইরে সিলেটে জাতীয় দলের ক্রিকেটারদের পরিবারের নিয়মিত খোঁজ খবরও নিচ্ছে বিসিবি। শুধু ক্রিকেটার নয়, ক্রিকেট সংশ্লিষ্ট সবারই যেকোনো প্রয়োজনে পাশে আছে ক্রিকেটারদের অভিভাবক সংস্থা।

বিসিবি প্রধান নির্বাহী এ প্রসঙ্গে যোগ করেন, ‘সিলেটের আমাদের জাতীয় দলের কিছু খেলোয়াড় আছেন, যারা বর্তমানে দলের সঙ্গে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আমাদের বলা হয়েছে। আমরা সেভাবে কাজ করছি। আমাদের সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের তাদের সঙ্গে যোগাযোগ আছে। আমাদের যে অন্যান্য যে বিষয়গুলো, ইফেক্টের পর যেসব বিষয় আসবে সেসব বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি কীভাবে তাদের পাশে থাকা যায়।’


এ বিভাগের অন্যান্য সংবাদ