বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচন কবে? মার্কিন সিনেটরকে যা বললেন প্রধান উপদেষ্টা ভারতে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ইনকিলাব মঞ্চের দুই ছাত্র উপদেষ্টাসহ সরকারি দপ্তর থেকে ছাত্রদের পদত্যাগ দাবি সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সের সৌজন্য সাক্ষাৎ নাঈমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ বাংলাদেশের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি: ধর্ম উপদেষ্টা দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো যমুনা রেলসেতু তুলসির বক্তব্য আমেরিকা-বাংলাদেশ সম্পর্কে প্রভাবে ফেলবে না: অর্থ উপদেষ্টা শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দ ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান ‘ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই হামলা চলছে, সমগ্র নরক ভেঙে পড়বে’ গাজায় নিহত ৩০০ ছাড়াল, হামলা চালিয়ে যাবে ইসরায়েল ট্রাম্পের ‘রেড লিস্টে’ ভুটান! নজরে পাকিস্তানও মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি ঘিরে বিক্ষোভ–সংঘর্ষ, কারফিউ জারি সামরিক খাতে যেভাবে বিস্ফোরণ ঘটাচ্ছে তুরস্ক

সিসার দূষণে দেশে বছরে ৩০ হাজার নীরব মৃত্যু

রিপোর্টারের নাম :
আপডেট : মে ২৪, ২০২২

ভয়াবহ রূপ নিয়েছে সিসার দূষণ। নীরবে হাজারও মানুষ প্রাণ হারাচ্ছেন। ২০১৯ সালে শুধু সিসার দূষণেই দেশে ৩০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। পিলে চমকে ওঠার মতো এমন তথ্য উঠে এসেছে ল্যানসেটে প্রকাশিত এক গবেষণায়। আর তা বেশি ছড়াচ্ছে অবৈধ ব্যাটারি রিসাইক্লিং কারখানায়।

বয়সটা মার্বেল-ডাংগুলি খেলার। তবে নাটাই-সুতো-ঘুড়ির সে উচ্ছ্বাসটা শিহাবের জীবনে আর ১০ জন শিশুর থেকে কম। মা-বাবার ধারণা ছিল, বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হবে। কিন্তু তা হয়নি। নীরব ঘাতক সিসা ধাতু বাসা বেঁধেছে শিহাবের শরীরে। একই অবস্থা তার বড় ভাই সাইমেরও।

শুধু শিহাব-সাইমই নয়, মাত্রাতিরিক্ত সিসার ঝুঁকিতে টাঙ্গাইলের মির্জাপুরের রাজাবাড়ি গ্রাম। স্থানীয় বাসিন্দারা বিষয়টি যতদিনে আমলে নিয়েছেন ততদিনে ঢের ক্ষতি হয়েছে। তাই গ্রামবাসী দুটি অবৈধ ব্যাটারি রিসাইক্লিং কারখানা বিদায় করছেন।

দেশের অনেক জায়গাতে এখনও নিয়মের তোয়াক্কা না করে সিসা ছড়ানোর এমন কর্মকাণ্ড চলছে। পিওর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মাহফুজুর রহমান বলেন, একটা গ্রামের ভেতরে বিষের মতো দুটি কারখানা ছিল। এখানে যে দূষণটা আছে তা সরানো খুবই জরুরি।

বাংলাদেশে সিসা দূষণের চিত্র কতটা ভয়াবহ তা সম্প্রতি ল্যানসেটে প্রকাশিত গবেষণায় জানা গেল। যেখানে বলা হয়েছে, ২০১৯ সালে শুধু সিসার দূষণেই দেশে ৩০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। অন্য রাসায়নিক দূষণ তো রয়েছেই। সব মিলে ওই বছর, পরিবেশ দূষণে ২ লাখের বেশি মানুষের প্রাণ গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, সিসা দূষণ ঠেকাতে না পারলে সামনে কম বা সীমিত বুদ্ধিসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম অপেক্ষা করছে।

এশিয়া অঞ্চলের পিওর আর্থ প্রকল্পের পরিচালক গ্যাব্রিয়াল সানচেজ ইবারা বলেন, বিশ্বের ৮০ কোটি শিশু সিসার দূষণে ভুগছে। এর মধ্যে সাড়ে তিন কোটি বাংলাদেশের। সীসার কারণে সব বয়সীদের মারাত্মক শারীরিক জটিলতা হতে পারে। এর প্রভাবে শিশুদের পূর্ণ বিকাশ বাধাগ্রস্ত হয়। তাদের স্নায়বিক জটিলতা বাড়ে। আচরণগত সমস্যা তৈরি।

পরিবেশ অধিদ্প্তরের বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনার উপ-পরিচালক ড. আবদুল্লাহ আল মামুন বলেন, সিসা যত ক্ষতিকারকই হোক না কেন এ নিয়ে জনসচেতনতার ঘাটতি আছে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

দুর্ভাগ্যবশত সিসার বিষক্রিয়ার চিকিৎসা নেই। এমন বাস্তবতায় সিসার পরিবেশবান্ধব ব্যবহার নিশ্চিত করতে হবে।


এ বিভাগের অন্যান্য সংবাদ