চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বেসরকারি অক্সিজেন উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে কারখানা ভবনটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এ ঘটনায় নিহত হয়েছে ৬ জন, আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরাও। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকান্ডের নয় মাসের মধ্যেই আবারো ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো চট্টগ্রামের সীতাকুন্ড। শনিবার বিকেলে সীতাকুন্ডের কদম রসুল এলাকার বেসরকারি সীমা অক্সিজেন প্লান্টে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপরই কারখানায় আগুন ধরে যায় এবং আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বিস্ফোরণের তীব্রতায় কেপে ওঠে আশপাশের এলাকা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। এরপর শুরু হয় উদ্ধার তৎপরতা। বিধ্বস্ত ধ্বংসস্তুপ থেকে ৫জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে একটি দোকানের সামনে একজন নিহত হয়। পুলিশ জানায়, বিস্ফোরণে একটি লোহার টুকরা এসে তার মাথায় লাগে। আহত হয়েছে কমপক্ষে আরও ২৫ জন। ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চট্টগ্রাম মেডিকেলের পরিবেশ। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ও হতাহতদের জন্য সহায়তা কেন্দ্র ও কন্ট্রোল রুম খুলেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।