বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি আশঙ্কাজনকহারে নিম্নমুখী আসাদ বিরোধীদের হঠাৎ উত্থানে সংকটে সিরিয়া ইউক্রেনকে আরো শক্তিশালী করার সিদ্ধান্ত ন্যাটোভুক্ত দেশগুলোর ভারতকে এড়িয়ে চীনের সাথে নেপালের চুক্তি

সীমান্ত থেকে ২৩ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

ফেনী সংবাদদাতা
আপডেট : ফেব্রুয়ারি ৭, ২০২৪
সীমান্ত থেকে ২৩ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

ফেনীর ছাগলনাইয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে চিনি পাচারের সময় ২৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তে চিনি পাচারের সময় ফেনীর পূর্ব ছাগলনাইয়া ৯৯ নম্বর পিলার এলাকায় তাদের আটক করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাতে ভারতের সমরগঞ্জ ও বাংলাদেশের পূর্ব ছাগলনাইয়া এলাকা মধ্যবর্তী সীমান্ত দিয়ে চিনির বস্তা বহনের কাজ করছিল শতাধিক বাংলাদেশি শ্রমিক। এসময় বিএসএফ তাদের ধাওয়া করলে অনেকে পালিয়ে বাঁচতে পারলেও ২৩জন শ্রমিককে আটক করে বিএসএফ।

আটক বাংলাদেশিরা হলেন- পূর্ব ছাগলনাইয়া গ্রামের সাইমুম হোসেন (১৯), রাইসুল ইসলাম (১৯), সামিন (৪০), হারুন (২৩), লিটন (৩০), মাঈন উদ্দিন (২০), রাধানগর এলাকার মহসিন (২৫), কাজী রিপণ (৪০), তাজুল ইসলাম সাকিল (২২), হানিফ (৩৫), আবুল হাসান (৩০), ইমরান (২২), রুবেল (২৮), জাফর ইমাম মজুমদার (৪০), মো. ওবায়দুল হক (৪৪), জামাল উদ্দিন (৪০), আরিফ হোসেন (২৪), করিম (২০), ছাগলনাইয়া এলাকার মটুয়া এলাকার খোরশেদ (৩৮), আজাদ হোসেন (২৫), মাহিম (২৫), হারুন (৩২) ও ইমাম হোসেন (২২)।

ফেনী বিজিবির ৪ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় মঙ্গলবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চোরাকারবারির অভিযোগে ২৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএসএফ। বৈঠকে আটকদের একটি তালিকা বিজিবিকে সরবরাহ করা হয়েছে। তাঁরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে ওই ২৩ বাংলাদেশির জাতীয় পরিচয়পত্র বিজিবির হাতে এসেছে। এ বিষয়ে তাঁরা আইনগত ব্যবস্থা নেবেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ