চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। খুব বড় ধরনের অঘটন না ঘটলে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা প্রায় নিশ্চিতই দক্ষিণ আফ্রিকার। দলের এমন সু-সময়ে আরও এক নতুন খবর জানালো ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এক বিবৃতিতে সিএসএ জানায়, বিশ্বকাপের পরে দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব পালন করবে দেশটির পরিচিত মুখ মালিবঙ্গে মাকেটা।
বর্তমানে মার্ক বাউচারের অধীনে বিশ্বকাপ খেলছে প্রোটিয়ারা। বিশ্বকাপের পর আর দলের দায়িত্বে থাকবেন না তিনি। আর সেজন্যই বাউচারের বিকল্প তৈরি করে রেখেছে সিএসএ।
প্রোটিয়াদের সাথে এর আগেও কাজ করেছেন মাকেটা। জাতীয় দলের সহকারী কোচ হিসেবে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রধান কোচেরও দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে মাকেটার। দুই মাসের জন্য তাকে দায়িত্ব দিয়েছে সিএসএ।