শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন চাহিদা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে আমিরাতে শ্রমিক নিয়োগ ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ভোটাধিকার হরণের চেষ্টা করলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর ভারত-পাকিস্তান পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে সোমবার সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে জেলা প্রশাসকের বাংলো থেকে সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার অস্ট্রেলিয়ায় ঈদ অনুষ্ঠিত হবে সোমবার

সেট টপ বক্স স্থাপনের সিদ্ধান্ত ফের স্থগিত করেছেন হাইকোর্ট

রিপোর্টারের নাম :
আপডেট : মে ৩১, ২০২২
ক্যাবল টিভির সেট টপ বক্স স্থাপনের সিদ্ধান্ত ফের স্থগিত করেছেন হাইকোর্ট

ঢাকা, চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোতে ক্যাবল টিভির সেট টপ বক্স স্থাপনে তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের কার্যকারিতা ফের তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩১ মে) হাইকোর্টের বিচারপতি মুজিবুর রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

স্থগিতাদেশের পাশাপাশি গত ২৪ এপ্রিল তথ্য মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপন জারি করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এসময়, আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ড. খন্দকার মুহাম্মদ মুশফিকুল হুদা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

গত ২৪ এপ্রিল তথ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রথম ধাপে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ক্যাবল নেটওয়ার্ক কার্যক্রম ৩১ মে ২০২২ তারিখের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করতে হবে। অর্থাৎ গ্রাহকদের নিজেদের তাদের টেলিভিশনের সঙ্গে সেট টপ বক্স সংযুক্ত করতে হবে। সেট টপ বক্স ব্যবহারে গ্রাহকদের আগ্রহী করার জন্য সরকারি-বেসরকারি টিভি চ্যানেল ও অন্যান্য মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে হবে।

সেট টপ বক্স স্থাপনে ওই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে গত রোববার ব্যবসায়ী মো. আবুল কাউছার কল্পন রিট দায়ের করেন। তথ্য মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ