রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচন আয়োজনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি ফেসবুকে ফেক আইডি খুলে গুজব ছড়ানো হচ্ছে: উপদেষ্টা নাহিদ আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা এমন দেশ গড়তে চাই, যা নিয়ে দুনিয়ার সামনে গর্ব করা যায় : প্রধান উপদেষ্টা ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা সংস্কার উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা ‘আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠা করেছে’ বিএনপি জামায়াতের আধিপত্য কায়েম চলবে না: নুর এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান : দুদু ‘শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে দুর্গাপূজা’ মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হচ্ছে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা নিকারাগুয়ার নতুনভাবে প্রস্তুত হচ্ছে হিজবুল্লাহ বার্সেলোনার বিরুদ্ধে আগুয়েরোর মামলা বসনিয়া জয় জার্মানির, হাঙ্গেরিতে আটকে নেদারল্যান্ডস

সেভিয়াকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রিয়ালের

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ২৩, ২০২২
সেভিয়াকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রিয়ালের

লা লিগায় ৩-১ গোলের ব্যবধানে সেভিয়াকে হারালো রিয়াল মাদ্রিদ। শুরুতে এগিয়ে যাওয়ার পর পথ হারাতে বসেছিল রিয়াল মাদ্রিদ। তাদের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফেরার আশা জাগাল সেভিয়া। তবে শেষ দিকে তিন মিনিটে দুই গোল করে অসাধারণ এক জয় তুলে নিল কার্লো আনচেলত্তির দল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে গত আসরের চ্যাম্পিয়নরা।

রিয়াল এগিয়ে যায় পঞ্চম মিনিটেই। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে একজনের বাধা এড়িয়ে ভিনিসিউস জুনিয়র পাস দেন দূরের পোস্টে, আর প্রথম ছোঁয়ায় জালে পাঠান ৩৭ বছর বয়সী মদ্রিচ।

এরপর অবশ্য পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না স্বাগতিকরা। ১৯তম মিনিটে ডাভিড আলাবার ফ্রি-কিক পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।

প্রথমার্ধের শেষ দিকে দারুণ একটি সুযোগ আসে ভিনিসিউসের সামনে। ভালভেরদের পাস ধরে গোলরক্ষককে কাটাতে যান তিনি, সফলও হন, কিন্তু পরে আর বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি।

বিরতির ঠিক আগ মুহূর্তে লক্ষ্যে প্রথম শট নিতে পারে সেভিয়া। হেসুস নাভাসের সেই শট কোর্তোয়াকে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি।

বিরতির পর যেন জেগে ওঠে সফরকারীরা। ৫৪তম মিনিটে সমতা ফেরায় তারা। ডিফেন্ডার গনসালো মনতিয়েলের রক্ষণ চেরা পাস ডি-বক্সে পেয়ে দুরূহ কোণ থেকে শটে গোলটি করেন লামেলা। কোর্তোয়া বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি।

পরের ৬ মিনিটে আরও দুটি ভালো সুযোগ পায় সেভিয়া। বাঁ দিক থেকে পাশের জালে বল মারেন সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ইসকো। আর মনতিয়েলের আরেকটি পাসে বাইরে শট নেন লামেলা।

৭২তম মিনিটে আরেকটি সুযোগ হারান ভিনিসিউস। বক্সের সামনে থেকে ব্যাকহিল ফ্লিকে বল বাড়ান রদ্রিগো। গোলরক্ষক এগিয়ে এসে বল নিয়ন্ত্রণে নিতে পারেননি, শেষ মুহূর্তে দুরূহ কোণ থেকে বাইরে মারেন ভিনিসিউস।

রিয়াল শিবিরে তখন আসরে দ্বিতীয়বার পয়েন্ট হারানোর আতঙ্ক। এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। ৭৯ থেকে ৮১, এই তিন মিনিটে করে দুই গোল।

৭৭তম মিনিটে মদ্রিচ ও দানি কারভাহালকে তুলে মার্কো আসেনসিও ও ভাসকেসকে নামান আনচেলত্তি। দারুণ কাজে দেয় এই পরিবর্তন। বদলি নামা দুজনই অবদান রাখেন ওই দুই গোলে।

প্রথমে মাঝমাঠ থেকে আসেনসিও বল বাড়ান ভিনিসিউসের উদ্দেশ্যে। গোলরক্ষক এগিয়ে আসায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বল দেন পাশে ফাঁকায় থাকা ভাসকেসকে আর ফাঁকা জালে বল পাঠান এই স্প্যানিশ মিডফিল্ডার।

একটু পর আসেনসিওর পাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরাল শটে দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন ভালভেরদে।

লিগে এই নিয়ে টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন উরুগুয়ের এই মিডফিল্ডার। আসরে ১১ ম্যাচে তার গোল হলো ৬টি।

এমন একটি জয় চ্যাম্পিয়ন্স লিগে আগামী বুধবার লাইপজিগের বিপক্ষে ম্যাচের আগে রিয়ালের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে নিশ্চিতভাবে।

১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা।


এ বিভাগের অন্যান্য সংবাদ