বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

সেভেরোদোনেৎস্ক শহর দখলে নিতে ব্যাপক হামলা

রিপোর্টারের নাম :
আপডেট : মে ২৬, ২০২২

ইউক্রেনের ডানবাস এলাকার পূর্বাঞ্চলে সরকার নিয়ন্ত্রিত দুই শহরে আবারও আক্রমণ শুরু করেছে রাশিয়া। স্থানীয় সময় বুধবার (২৫শে মে) ভোরের আগে এই হামলা শুরু করেছে তারা।

ফলে ওই অঞ্চলে আটকে থাকা বেসামরিক নাগরিকদের পালানোর জন্য শেষ প্রধান পথটি বন্ধ হয়ে গেছে। এর আগে ওই পথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল রাশিয়া।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে কিয়েভ বা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখলে ব্যর্থ হওয়ার পর, মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত দুটি পূর্বাঞ্চলীয় প্রদেশ নিয়ে গঠিত ডানবাসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে রাশিয়া।

ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে মরিয়া রাশিয়া সিভারস্কি দোনেৎস্ক নদীর পূর্ব তীরে অবস্থিত সেভেরোদোনেৎস্ক শহর এবং পশ্চিম তীরের লিসিচানস্ক শহরে অবস্থানরত ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার আশায় তিন দিক থেকে আক্রমণ করেছে। এ লক্ষ্যে তারা (রাশিয়া) ওই এলাকায় কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। শহর দুটি দখলে নিতে পারলে পুরো লুহানস্ক অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে চলে আসবে।

এর আগে মঙ্গলবার (২৪শে মে) গভীর রাতে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়ান সেনাবাহিনীর অবশিষ্ট সব শক্তি এখন এই অঞ্চলে কেন্দ্রীভূত হয়েছে। ’

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, রাশিয়ানরা বুধবার ভোরে সেভেরোদোনেৎস্ক শহরে অবিরাম মর্টার হামলা চালাচ্ছে।

লুহানস্কের আঞ্চলিক গভর্নর সেরহি গাইদাই জানিয়েছেন, সেভেরোদোনেৎস্কে রুশ মর্টার হামলায় ছয় বেসামরিক ব্যক্তি নিহত এবং কমপক্ষে আটজন আহত হয়েছেন। বেশিরভাগ বোমা আশ্রয়কেন্দ্রের কাছে পড়েছে। মূল সড়কে এখনো গোলাবর্ষণ হচ্ছে, তবে মানবিক সাহায্য এখনো প্রবেশ করছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ