বৃত্তান্ত প্রতিবেদক: করোনাভাইরাসের বিস্তার রোধে সোমবার থেকে অর্ধেক জনবল নিয়ে অফিস চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনাভাইরাস সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রবিবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সোমবার থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সকল অফিস অর্ধেক জনবল নিয়ে স্বাস্থ্যবিধি মেনে অফিস পরিচালনা করবে।
আদালতের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে সুপ্রিম কোর্ট। ব্যাংক বীমা, আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।