সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩০০ জন। দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে। এর আগে দেশটির পুলিশ ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বিস্ফোরণের স্থান পরিদর্শন করে প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ বলেন, নিহতদের মধ্যে রয়েছে- সন্তানদের কোলে নিয়ে থাকা মা, চিকিৎসা নিতে আসা বাবা, যেসব শিক্ষার্থীকে পড়াশোনা করতে পাঠানো হয়েছিল তারা এবং ব্যবসায়ী।
তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কেউ, যদিও প্রেসিডেন্ট জঙ্গিগোষ্ঠী আল শাবাবকে দায়ী করেছেন।
তিনি আরও জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি আহতদের সার্বিক চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
দেশটির পুলিশের মুখপাত্র সাদিক দুদিশে বলেছেন, স্থানীয় সময় শনিবার দুপুর ২টার দিকে এ হামলা হয়। শিশু, নারী ও বৃদ্ধসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে দুটি বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাটির তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।