সোমালিয়ার রাজধানীতে অবস্থিত বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানে থাকা ৩৬ জন আরোহীর সবাই বেঁচে গেছেন। এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে বিমানবন্দরের রানওয়ের পাশে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে। এটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ফলে এটি দিয়ে কালো ধোয়া উড়ছে। খবর বিবিসি
বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা যখন এটির আগুন নেভানোর কাজ করছিল তখন দেখা যায় এটির একটি অংশ উল্টো হয়ে পড়ে রয়েছে।
জুবা এয়ারওয়েজের এই বিমানটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে। সোমালিয়ার রাজধানী থেকে বাইডো শহরে এটি যাত্রী পরিবহন করে থাকে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমান বিধ্বস্তের পর ক্রু ও যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি।
জুবা এয়াওয়েজের এক বিবৃতিতে জানানো হয়েছে, কী কারণে বিমানটি বিধ্বস্তের শিকার হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।