শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বর্তমান সরকারকে সময় দিতে হবে: মির্জা ফখরুল সাবিনাদের দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের ৪ ডিগ্রি তাপমাত্রায় তীব্র শৈত্যপ্রবাহের আভাস ঢাকার ১৩ পয়েন্টে সুলভ মূল্যের ডিম রোববার থেকে রিমান্ড শেষে কারাগারে মেনন-ইনু-পলক জিরো পয়েন্টে আসার ডাক আ.লীগের, মোকাবিলার ঘোষণা অন্তর্বর্তী সরকারের ড. ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার অনুরোধ জানালেন মাহমুদুর রহমান ‘ছাত্রলীগের মতো আর কোনো সংগঠন যাতে তৈরি না হয়’ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা আরও গুরুত্বের সঙ্গে সামনে আনছে বিএনপি বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করা দেখতে চাই: ম্যাথিউ মিলার কঠোর হওয়ার হুঁশিয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্যারিস চুক্তি থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প আমেরিকায় আর থাকা যাবে না: ইলন মাস্কের মেয়ে ট্রাম্প–জেলেনস্কি ফোনালাপ, সঙ্গে ছিলেন ইলন মাস্কও হামাস নেতাদের কাতার থেকে বের করে দিতে বলল যুক্তরাষ্ট্র

সোশ্যাল মিডিয়ায় প্রেমিক খুঁজছেন শ্রীলেখা!

রিপোর্টারের নাম :
আপডেট : ডিসেম্বর ১১, ২০২০

কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা। যেন দিনভর মুখভার আকাশের। অনেক দূরে তাকালে বেলার দিকেও মনে হচ্ছে সাদা চাদরে যেন নিজেকে খানিক আড়াল করে রেখেছে প্রকৃতি। এই আবহে রোম্যান্টিক বাঙালির যে একটু প্রেম প্রেম ভাব মনের কোণে উঁকি দেবে, তা নিয়ে কোনও দ্বিমত নেই। অভিনেত্রী শ্রীলেখা মিত্রের মন ঠিক কী চাইছে এই আবহে? শুক্রবার সকাল সকাল ফেসবুক পোস্টে নিজের মনে কথা জানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ তৎপর শ্রীলেখা। তার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখেন। খুলে বলেন নিজের মনের কথা। তা সে দেশে ঘটে যাওয়া কোনও ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধই হোক কিংবা অন্য ধরনের কোনও সমস্যা, সবেতেই গর্জে ওঠেন। তবে শুধু কী প্রতিবাদ? নিজের মনের কথাও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন শ্রীলেখা।

এই ঠিক যেমন শুক্রবার করলেন তিনি। সম্ভবত ঘুম থেকে ওঠার পরই ক্লিক। আর সেই ছবিই পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। তবে এক্ষেত্রে ছবির চেয়েও গুরুত্বপূর্ণ ক্যাপশন। শ্রীলেখা লিখেছেন, “এই ওয়েদারে ভীষণ প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিকা পাচ্ছি না…সবই কপাল।”

অভিনেত্রীর প্রেমিক না পাওয়ার আক্ষেপ জড়ানো পোস্ট ভাইরাল হতে বেশি সময় নেয়নি। সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে তা ছড়িয়ে পড়ে। লাইক, কমেন্টের ঝড় বইছে নেটদুনিয়ায়। কেউ কেউ তাঁকে প্রেমিকের খোঁজ পেতে ইনবক্সের দিকে নজর রাখা পরামর্শও দিয়েছেন। কেউ কেউ যদিও বলছেন তাঁর নাকি ভালবাসার মানুষের অভাব নেই। তবে সেসব যাই হোক না কেন সত্যিই যে অভিনেত্রীর অনুরাগীর সংখ্যার কোনও সীমা নেই তা বোঝাই যায়।


এ বিভাগের অন্যান্য সংবাদ