প্রথমবারের মতো সব নারী ক্রু নিয়ে একটি ফ্লাইট পরিচালনা করেছে সৌদি আরব। রক্ষণশীল দেশটির এই পদক্ষেপকে নারীর ক্ষমতায়নের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় সময় গতকাল (শনিবার) দেশটির কর্মকর্তারা এতথ্য জানিয়েছেন।
সৌদি আরবে স্বল্প মূল্যের এয়ারলাইন ফ্লাইডেলের পরিচালনায় ফ্লাইটটি গতকাল রাজধানী রিয়াদ থেকে জেদ্দার উদ্দেশে রওনা দেয় বলে জানিয়েছেন ফ্লাইডেলের মুখপাত্র ইমাদ ইসকানদারানি। তিনি জানান, ওই উড়োজাহাজের সাতজন ক্রুর মধ্যে বেশিরভাগই সৌদি নারী। ক্রুদের মধ্যে ফার্স্ট অফিসার সৌদি নারী। তবে ফ্লাইটটির ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন বিদেশি একজন নারী।
তবে সৌদিভিত্তিক এয়ারলাইনসগুলো এমিরেটস ও কাতার এয়ারওয়েজের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে কিনা, তা নিয়ে শিল্প বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। এদিকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গাড়ি চালনায় নারীদের নিষেধাজ্ঞা প্রত্যাহার, পুরুষ অভিভাবক ছাড়া বাইরে বের হওয়াসহ বিভিন্ন বিধিনিষেধ তুলে নিয়েছেন।