মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৯ উইকেটে ২২৭ আমরা গাজায় পরিণত হতে চাই না: মির্জা ফখরুল ইসলাম আলমগীর হজযাত্রীদের জন্য ‘লাব্বায়েক’ অ্যাপ উদ্বোধন প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত আইনজীবীদের কাছে চড়-থাপ্পড় খেলেন সাবেক আইনমন্ত্রী বজ্রপাতে পাঁচ জেলায় ১১ জনের মৃত্যু লন্ডন ম্যারাথনে নতুন বিশ্ব রেকর্ড উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের আহ্বান, পাকিস্তানের প্রতি সমর্থন চীনের শুধু সংস্কার নয় ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে হবে: আলী রীয়াজ ঐকমত্যে আসা সংস্কার বর্তমান সরকারকে বাস্তবায়ন করতে হবে : নূর তরুণদের নিয়ে যুবদল-ছাত্রদলের ৪ বিভাগে বৃহত্তর কর্মসূচি যে কোন সময় পাকিস্তানে হামলা করবে ভারত : নিউইয়র্ক টাইমস ইশরাকের গেজেট প্রকাশের আগে মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি ইসি পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে ৫৪ জন নিহত ইউক্রেন যুদ্ধে সেনা পাঠানোর কথা স্বীকার করল উত্তর কোরিয়া

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ

অনলাইন ডেস্ক
আপডেট : মার্চ ২৯, ২০২৫
সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটির সুপ্রিম কোর্ট এ তথ্য জানিয়েছে। ফলে আগামী ৩০ মার্চ সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। এর আগে গতকাল শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট মুসল্লিদের খালি চোখে চাঁদ দেখার আহ্বান জানিয়েছিল।

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদে দেখা যাওয়ায় এ বছর দেশটিতে ২৯টি রমজান পালিত হল।

সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় একাধিক স্থানে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে পবিত্র রমজান মাস শেষ হলো।

এদিকে বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়াতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামী ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হবে।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয় ৩০ রমজান শেষে।

মধ্যপ্রাচ্যের আরও যেসব দেশে চাঁদ দেখা গেছে
সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, ইয়েমেন, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতেও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

মধ্যপ্রাচ্যের যেসব দেশে চাঁদ দেখা যায়নি
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সৌদি আরবে আগামীকাল রোববার ঈদ হলেও মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের দিন। ইরানেও চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে ঈদ হবে আগামী সোমবার (৩১ মার্চ)।

এদিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে ঈদুল ফিতরের দিন এখনও নির্ধারিত হয়নি। দেশগুলোতে চাঁদ দেখতে অনুসন্ধান চালাচ্ছে সংশ্লিষ্ট সংস্থা। জনসাধারণকেও চাঁদ দেখতে আহ্বান জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের বাইরে যেসব দেশে চাঁদ দেখা যায়নি
ইন্দোনেশিয়া: শাওয়াল ও পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়। দেশটিতে কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। এর ফলে ইন্দোনেশিয়ার মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। দেশটির সংবাদমাধ্যম অন্তরা নিউজ ধর্ম মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ