শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন চাহিদা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে আমিরাতে শ্রমিক নিয়োগ ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ভোটাধিকার হরণের চেষ্টা করলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর ভারত-পাকিস্তান পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে সোমবার সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে জেলা প্রশাসকের বাংলো থেকে সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার অস্ট্রেলিয়ায় ঈদ অনুষ্ঠিত হবে সোমবার

স্কটল্যান্ডকে উড়িয়ে কাতার বিশ্বকাপের খুব কাছে ইউক্রেন

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২, ২০২২

যুদ্ধ বিধ্বস্ত দেশ ইউক্রেন। রাশিয়ার আগ্রাসনে দেশটি যখন লন্ডভন্ড তখন কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ সেমিফাইনাল খেলতে মাঠে নামে দেশটির ফুটবল দল। সেমিফাইনাল ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্কটল্যান্ডকে তাদের মাঠে ৩-১ গোলে হারিয়েছে ইউক্রেন।

এতে ২০২২ বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রেখেছে ইউরোপের দেশটি। প্লে-অফ ফাইনালে রোববার (৫ জুন) ওয়েলসের মুখোমুখি হবে ইউক্রেন। এই ম্যাচে জয় পেলেই ১৬ বছর পর আবারও বিশ্বকাপে খেলার সুযোগ পাবে যুদ্ধ বিধ্বস্ত দেশ ইউক্রেন।

বুধবার রাতে সেমিফাইনালে ম্যাচের ৩৩ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। এ সময় রুসলান মালিনকোভস্কির বাড়িয়ে দেয়া বল পেয়ে যান আন্দ্রি ইয়ারমোলেনকো। তিনি বাম পায়ের শটে বল জালে জড়ান।

প্রথমার্ধে ০-১ গোলে এগিয়ে থাকা ইউক্রেন দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৯) ব্যবধান দ্বিগুণ করেন রোমান ইয়ারেমচুক। এ সময় তাকে ক্রসে বল বাড়িয়ে দেন অলেকসান্দ্রো। তার ক্রসে হেডে দিয়ে বল জালে পাঠান ইয়ারেমচুক।

তবে ম্যাচের ৭৯ মিনিটে এক গোল শোধ দেয় স্বাগতিক স্কটল্যান্ড। এ সময় কালাম ম্যাকগ্রেগর বক্সের বাইরে থেকে বাম পায়ে শটে নিশানা ভেদ করেন। এরপর যোগ কর সময়ে (৯০+৫) ইউক্রেনের আর্টেম দোভোয়িক পাল্টা আক্রমণে অলেকসান্দ্রোর কাছ থেকে বল পেয়ে গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

রোববার (৫ জুন) ওয়েলস ও ইউক্রেনের মধ্যকার বিজয়ী দল কাতার বিশ্বকাপে ‘বি’ গ্রুপে স্থান করে নিবে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ইরান।


এ বিভাগের অন্যান্য সংবাদ