শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

স্থানীয় সরকার নির্বাচন আগে নয়, জামায়াতের সঙ্গে দ্বন্দ্ব নেই: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
আপডেট : জানুয়ারি ১৪, ২০২৫
স্থানীয় সরকার নির্বাচন আগে নয়, জামায়াতের সঙ্গে দ্বন্দ্ব নেই: মির্জা ফখরুল

আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রশ্নই আসে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার, ১৪ জানুয়ারি গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সোমবার (১৩ জানুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। এ নিয়ে আজকের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপি মনে করে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কোনও প্রয়োজনীয়তা নেই। তিনি আরও বলেন, যদি সরকার আন্তরিক হয়, তবে চলতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব।

এ সময়, বিএনপি মহাসচিব সরকারকে ভারতের সঙ্গে করা সব চুক্তি জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে যে সব চুক্তি করেছে, সেগুলো জনগণের সামনে তুলে ধরা উচিত।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট, ট্যাক্স এবং গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এই পদক্ষেপগুলো জনদুর্ভোগ আরও বাড়াবে, যা জনগণের জন্য আরও বিপজ্জনক হতে পারে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপির নির্বাচনী ইস্যুতে জামায়াতে ইসলামীসহ অন্য দলের সঙ্গে মৌলিক কোনো বিরোধ নেই।

এছাড়া, লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানান মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা এবং দলের বিভিন্ন নেতারা।


এ বিভাগের অন্যান্য সংবাদ