মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ১২১৮ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১৫ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন, কারা আছেন সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে ৮ সদস্যের কমিটি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে বিনিয়োগ করবে জাপান চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন ‘আ’লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার’ ‘শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চাননি’ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা পরামর্শের ভিত্তিতে গঠন হবে গণমাধ্যম সংস্কার কমিশন : তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটালেই ব্যবস্থা: আইজিপি দক্ষিণ এশিয়ায় এলপিজির সবচেয়ে বেশি দাম বাংলাদেশে নতুন মামলায় গ্রেপ্তার হাজী সেলিম-সৈকত-মানিক সামিট গ্রুপের আজিজ খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ ভিন্ন থিমে কলকাতার পূজা আয়োজন, থাকবে প্রতিবাদের ভাষা

স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান, ৫২৪ প্রতিষ্ঠান বন্ধ

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ৩১, ২০২২
স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান, ৫২৪ প্রতিষ্ঠান বন্ধ

সারাদেশে অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক ও হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান অব্যাহত আছে। দ্বিতীয় দিনে রাজধানীতে ৭টি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই নিয়ে গত দু’দিনে শুধু ঢাকা মহানগরীর ১৫টি প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত হল।

চট্টগ্রামে অপরিচ্ছন্ন, মেয়াদোত্তীর্ণ ইনজেকশন ও সনদ বিহীন নার্স থাকায় নগরীর পাঁচলাইশে পিপলস ও মিরর হাসপাতালের কার্যক্রম ১০ দিনসহ আরও ১৪৫ টি প্রতিষ্ঠান স্থগিত করেছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য খাতে অনিয়ম রোধে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

রাজশাহীতে অভিযান চালিয়ে কয়েকটি ক্লিনিকে জরিমানাসহ ৫৩ টি প্রতিষ্ঠান স্থগিত করা হয়েছে। অভিযানের খবর পেয়ে একাধিক অবৈধ ক্লিনিকের মালিক ও কর্মচারিরা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে গেছেন। বরিশালে ১২টি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ময়মনসিংহে ৫৪টি, খুলনায় ১৪৯টি, রংপুরে ১৯টি এবং সিলেটে একটি প্রতিষ্ঠান স্থগিত করেছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, নাটোরের বড়াইগ্রামে জাহাঙ্গীর জেনারেল হাসপাতাল থেকে আব্দুল করিম লোহানী নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। এসময় হাসপাতালটিও সিলগালা করে দেয় উপজেলা স্বাস্থ্য বিভাগ। জয়পুরহাটে আনারকলি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, পদ্মা ক্লিনিক আংশিক সিলগালা ও সবাইকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।


এ বিভাগের অন্যান্য সংবাদ