বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম গাজার ধ্বংসস্তুপ থেকে পচাগলা ১২০ মরদেহ উদ্ধার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাক্ষাৎ ‘গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মানি’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের কোড নাম কী ছিল পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত বিশ্বকাপের দৌড়ে টিকে রইলো বাংলাদেশ লিসবনে রুদ্ধশ্বাস ম্যাচে বার্সেলোনার জয় ‘ওষু‌ধের বাই‌রে খা‌লেদা জিয়ার চিকিৎসা নি‌য়ে পর্যা‌লোচনা চলছে’ দেড় দশকে গুম হয়েছেন মা-শিশুসহ অন্তঃসত্ত্বা নারীরাও বিমানের রোম ফ্লাইটে বোমাতঙ্ক, শাহজালালে সতর্কতা রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস ইউএনএইচসিআরের শপথ গ্রহণের পরই ভারতসহ ১১ দেশকে ডোনাল্ড ট্রাম্পের ‘হুমকি’ ‘২০০ সিট পেলেও এককভাবে ক্ষমতায় যাবে না বিএনপি’

‘স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র করছে’

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ডিসেম্বর ৬, ২০২৪
'স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র করছে'

পালিয়ে যাওয়া স্বৈরাচারের দোসররা জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। শুক্রবার (৬ই ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের হিলিতে পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ধর্মীয় ও রাজনৈতিক বিশ্বাস ভিন্ন হলেও বহুকাল ধরে বাঙালিরা একই সমাজে বাস করে আসছে। কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা ভিন্ন ছদ্মবেশে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানাভাবে ষড়যস্ত্র করে যাচ্ছে। কারো ষড়যন্ত্রে পা না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন মন্ডল, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ