এশিয়া কাপ ২০২২ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংকে ৪০ রানে হারিয়েছে ভারত। বুধবার (৩১ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৯২ রানের দেখা পায় রোহিত শর্মার দল।
জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫২ রানের বেশি করতে পারেনি হংকং।
এদিকে টস জিততে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় দলটির অধিনায়ক নিজাকাত খান। শুরুতেই দুই ওপেনার লোকেশ রাহুলের ৩৮ এবং রোহিতের ২১ রানে দারুণ ছন্দে ছিল ভারত।
সেই জুটি ভেঙ্গে গেলে রাহুলের সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন কোহলি। ৩৯ বলে ৩৬ রান করে আউট হয়ে যান রাহুল।
রাহুলের বিদায়ের পর কোহলির সঙ্গে দলের হাল ধরেন সূর্যকুমার। এরপরই ফিফটির দেখা পান কোহলি। সমান ফিফটি আছে তার সতীর্থ রোহিতেরও। ৪০ বলে ফিফটি ছুঁয়েছেন কোহলির। এশিয়া কাপের এই আসরে এটাই প্রথম ফিফটি।
শেষ পর্যন্ত ২৬ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন সূর্য এবং কোহলি মাঠ ছাড়েন অপরাজিত ৪৪ বলে ৫৯ রানে।