বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকার আহবান প্রধান উপদেষ্টার দেশের নাম ও সংবিধান পরিবর্তনের অধিকার সরকারের নেই: জাসদ শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন রোনালদোকে ধরে রাখতে ‘অবিশ্বাস্য’ প্রস্তাব আল নাসরের গাজায় অস্ত্রবিরতির কৃতিত্বের দাবি বাইডেনের ক্রিকেট বোর্ডে স্বৈরাচারী প্রভাব, সমাধানের আহ্বান আমিনুল হকের ‘নির্বাচিত সরকার ছাড়া গণতান্ত্রিক দেশ গড়া সম্ভব নয়’ দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত বাবর এইচএমপি ভাইরাস আক্রান্ত নারীর মৃত্যু কোনো ভোটই রাতে হবে না: ইসি মাছউদ বিএনপির পক্ষ থেকে সর্বদলীয় সভায় যোগ দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ ‘ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থী বই পাবে’ ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সমাবেশে হামলায় অন্তর্বর্তী সরকারের নিন্দা ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে বিএনপির অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যই মূল চ্যালেঞ্জ

হজযাত্রী পরিবহনে থার্ড ক্যারিয়ার উন্মুক্ত, টিকিটের দাম কমানোর দাবি

বৃত্তান্ত প্রতিবেদক
আপডেট : এপ্রিল ১৮, ২০২২

আসন্ন হজ মৌসুমে অল্প সময়ের মধ্যে অধিকসংখ্যক হজযাত্রী পরিবহন করতে হবে। হজযাত্রীদের যাত্রা নিরাপদ করতে বিমান ও সৌদিয়ার পাশাপাশি থার্ড ক্যারিয়ারে যাত্রী পরিবহনের সুযোগ দেয়ার জন্য দাবি জানিয়েছে হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

সেই সাথে হজযাত্রীদের বিমানের টিকিটের দাম কমানোর জন্যও দাবি জানানো হয়। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে জানানো হয়েছে।

সোমবার স্থানীয় একটি কনভেনশন হলে হাব আয়োজিত ইফতার মাহফিলে এ দাবি জানানো হয়।

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, ধর্ম সচিব কাজী এনামুল হাসান, বেসামরিক বিমান চলচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মফিদুর রহমান।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম, অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহ সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, আরো উপস্থিত ছিলেন মহাসচিব ফারুক আহমদ সরদারসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, এবার অল্প সময়ের মধ্যে অধিক সংখ্যক যাত্রীকে পরিবহন করতে হবে। এ জন্য মাত্র দু’টি পরিবহন দিয়ে সকল যাত্রীকে নির্দিষ্ট সময়ের মধ্যে আনা নেয়া করা সম্ভব হবে না।

হজযাত্রীদের পরিবহনের সুবিধার্থে থার্ড ক্যারিয়ার উন্মুক্ত করার জন্য তিনি দাবী জানান। সেই সাথে হজযাত্রীদের টিকিটের মূল্য কমানোরও দাবি জানান।

এ ছাড়াও সরকারের পক্ষ থেকে এজেন্সীগুলোকে সার্বিক সহযোগিতা দেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে হজ আইন পাস হয়েছে। এ আইনের মাধ্যমে হজ কার্যক্রম চলবে। হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ সব সময়ই সুনাম অর্জন করেছে। অতীতের মতো এবার হজ পালনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হজযাত্রীদের সার্বিক সেবা দিতে প্রস্তুত রয়েছে। এ বিষয়ে তিনি এজেন্সীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মাহবুব আলী বলেন, হজযাত্রীদের সুন্দর পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয় সার্বিকভাবে সব ধরনের সহযোগিতা করবে।

এক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয় ও হাবের সাথে আলোচনার মাধ্যমে যে সব পদক্ষেপ নেয়া প্রয়োজন হবে তা নেবে বলে তিনি উল্লেখ করেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ