বাংলাদেশে হজযাত্রীদের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার খরচ আরও ৫৯,০০০ টাকা বেড়েছে। সৌদি আরবে খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশের হজযাত্রীদের জন্য খরচ বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ড. ফরিদুল হক খান সাংবাদিকদের এ তথ্য জানান।
সৌদি সরকার হজের দুই প্যাকেজে যথাক্রমে ১,০৫,৫৯৭ এবং ৭৪৫০০ টাকা বৃদ্ধি করেছে। কিন্তু বাংলাদেশ সরকার উভয় প্যাকেজে বাড়িয়েছে ৫৯,০০০ টাকা।
নতুন প্যাকেজের মূল্য সরকারি প্যাকেজএ’ ক্যাটাগরি ৫৮৬৩৪০ টাকা এবং ‘বি’ ক্যাটাগরি ৫২১১৫০ টাকা। বেসরকারি প্যাকেজে ৫২২৭৪৪ টাকা।
রাষ্ট্রীয় খরচে হজে সরকার মানুষ পাঠাবে কিনা এখনও সিদ্ধান্ত হয়নি। বেসরকারি প্যাকেজের সর্বনিম্ন মূল্য ৫২২৭৪৪, ৩০শে মে’র মধ্যে এই টাকা স্ব স্ব এজেন্সির মাধ্যমে জমা দিতে হবে।
ফিরতি ফ্লাইট ১৪ জুলাই থেকে শুরু, শেষ ফিরতি ফ্লাইট ১৪ই আগস্ট।