যুক্তরাজ্য থেকে ১১ মাস পায়ে হেঁটে মক্কায় পৌঁছেছেন এক ইরাকি বংশোদ্ভূত হজযাত্রী। নাম আদম মুহাম্মদ। ইসলামের পবিত্রতম স্থানে পৌঁছানোর জন্য ১১টি দেশ অতিক্রম করে, প্রায় ১১ মাস পায়ে হেঁটে মক্কায় পৌঁছান তিনি। ২৫ বছর যাবৎ ব্রিটেনে বসবাসরত আদমের এটি ছিলো একটি লালিত স্বপ্ন। অবশেষে তা বাস্তবে রূপ নিলো। মক্কায় পৌঁছে ওমরাহ পালন এবং পবিত্র কাবার চারপাশে সময় কাটানোর পর তিনি বলেন, ‘হজ আমার সবচেয়ে কাক্সিক্ষত ইচ্ছা। আর পায়ে হেটে এ পবিত্র যাত্রার স্বপ্ন আমি লালন করেছি। আজ যা বাস্তব।
‘করোনা মহামারির লকডাউনের সময় আমি পবিত্র কোরআনের অর্থ পড়া এবং বোঝার সঙ্গে নিজেকে গভীরভাবে সম্পৃক্ত করেছিলাম। দেড় বছর গভীর অধ্যয়নের পর একদিন হঠাৎ ঘুম থেকে জেগে উঠি কোন এক নির্দেশে, যা আমাকে পায়ে হেঁটে মক্কা যেতে বলে।’
আদম মুহাম্মদ ১ আগস্ট, ২০২১ যুক্তরাজ্য থেকে মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন। ব্যক্তিগত জিনিসপত্র বহন করার জন্য সঙ্গে নিয়েছিলেন একটি তিন চাকার ট্রলি। ৫২ বছর বয়সী আদম জানান, দুই মাসের প্রস্তুতিতে একটি ব্রিটিশ সংস্থার সাহায্য নিয়ে তিনি মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেন। পায়ে হেঁটে মক্কা যাওয়ার এ কঠিন যাত্রায় বড় কোনো বাধার সম্মুখীন হননি বলেও জানান তিনি। যাত্রাপথে অনেকে আমাকে সাহায্য করেছে, যদিও আমি কারও কাছে সাহায্য চাইনি। তিনি জোর দিয়ে বলেন, তিনি যা করেছেন তা কেবলই আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনও রেকর্ডের জন্য নয়। সূত্র: সৌদি গেজেট