বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান পলক ও আতিকসহ ৪ জনের রিমান্ড সাবেক আইজিপি মামুনসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি উন্নয়নের নামে ডলার পাচার, বেড়েছে দাম কমেছে রিজার্ভ ট্রাম্পের বিরুদ্ধে ২২ অঙ্গরাজ্যে মামলা স্কটল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম গাজার ধ্বংসস্তুপ থেকে পচাগলা ১২০ মরদেহ উদ্ধার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাক্ষাৎ ‘গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মানি’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের কোড নাম কী ছিল পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত বিশ্বকাপের দৌড়ে টিকে রইলো বাংলাদেশ

হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে আইসিইউতে ফুটবলার

স্পোর্টস ডেস্ক
আপডেট : ডিসেম্বর ২, ২০২৪
হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে আইসিইউতে ফুটবলার

ম্যাচের বয়স তখন সবে ১৫ মিনিট। ইতালিয়ান সেরি-আতে ফিওরেন্তিনা ও ইন্তের মিলানের ম্যাচের স্কোরলাইন তখন ০-০। এমন সময় হঠাৎ করে মাঠে লুটিয়ে পড়েন ফিওরেন্তিনার তরুণ মিডফিল্ডার এদোয়ার্দো বোভ। সঙ্গে সঙ্গেই ছুটে এসে তাঁকে ঘিরে ধরেন ফিওরেন্তিনা সতীর্থরা। ইন্তের মিলানের ফুটবলারও যোগ দেন সেখানে। দ্রুতই মাঠে ঢুকে পড়েন মেডিকেল স্টাফরা। সেখানেই কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা চলে বোভের।

প্রাথমিক চিকিৎসায় তেমন কাজ না হওয়ায় বোভেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় ফ্লোরেন্সের কারেজ্জি হাসপাতালে। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন ইতালির ২২ বছর বয়সী এ ফুটবলার। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় ম্যাচটি স্থগিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ম্যাচ চলাকালে হাঁটু গেড়ে ডান পায়ের বুটের ফিতা বাধার ভঙ্গিতে বসে আছেন। এর একটু পর উঠে দাঁড়ান। কিন্তু কয়েক পা এগোতেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বোভের এ অবস্থায় মেডিকেল স্টাফদের ডাকতে থাকেন দুদলের ফুটবলাররা। এসময় বোভের জন্য তাদের চোখে মুখে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা যায়। মাঠে অ্যাম্বুলেন্স আসতে দেরি করায় কয়েক জনকে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে ভিডিওতে। মূলত স্টেডিয়ামের বাইরে সংস্কার কাজ চলায় অ্যাম্বুলেন্স যেতে কিছুটা সময় লাগে।

বোভেকে দ্রুত হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার পর শারীরিক অবস্থার পরবর্তী মূল্যায়ন করবেন চিকিৎসকেরা। দেশটির সংবাদমাধ্যম স্কাই ইতালিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বোভের বাবা ও ফ্লোরেন্সের মেয়র বোভকে দেখতে হাসপাতালে যান। পরে ফিওরেন্তিনার ফুটবলারও সেখানে হাজির হন।

এ ঘটনার দুই ঘণ্টা পর বোভের একটি আপডেট জানিয়েছে ফিওরেন্তিনা। সেখানে বলা হয়েছে, ‘ফিওরেন্তিনা ও কারেজ্জি ইউনিভার্সিটি হাসপাতাল জানাচ্ছে যে, ফিওরেন্তিনা-ইন্তের মিলান ম্যাচ চলাকালে বোভ মাঠেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। মাঠে প্রাথমিকভাবে তাঁর চিকিৎসা করা হয়েছিল। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বোভকে স্থিতিশীল হেমোডাইনামিক (রক্ত প্রবাহের গতি) অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। তাঁর শরীরে প্রথমে যে কার্ডিওলজিকাল এবং নিওরোলজিক্যাল পরীক্ষাগুলো করা হয়েছে তাতে স্নায়ুতন্ত্র এবং কার্ডিও-শ্বসনতন্ত্রের মারাত্মক কোনো ক্ষতি লক্ষ্য করা যায়নি। তবে তাঁর শারীরিক অবস্থার অগ্রগতি জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তাঁকে ফার্মালোজিক্যাল সিডেশনে (ওষুধের মাধ্যমে অচেতন করে রাখা) রাখা হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে বোভের শারীরিক অবস্থা জানতে পুনঃমূল্যায়ণ করা হবে।’

ফিওরেন্তিনার প্রেসিডেন্ট রোকো কমিশন বলেন, ‘আমরা তোমার সঙ্গে আছি, এদোয়ার্দো। তোমার চরিত্র যেমন দুর্দান্ত, তেমনি তুমি খুব শক্তিশালী। আমরা এ অবস্থায় তাঁর পরিবারের সঙ্গে আছি।’

চলতি মৌসুমের শুরুতে আরেক ইতালিয়ান ক্লাব রোমা থেকে ধারে ফিওরেন্তিনায় যোগ দেন বোভ। এক বিবৃতিতে রোমা লিখেছি, ‘আমরা তোমার সঙ্গে আছি।’ ইতালিয়ান আরেক ক্লাব ইউভেন্তুসও একই কথা লিখেছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ