শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছয় বছরের জন্য নারী ফুটবল দলের স্পন্সর ‘ঢাকা ব্যাংক’ দেশের ফুটবল নিয়ে উঠছে ব্যর্থতার নানা প্রশ্ন চাহিদা থাকলেও ভিসা জটিলতায় পিছিয়ে আমিরাতে শ্রমিক নিয়োগ ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, রোববার ঈদ চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ভোটাধিকার হরণের চেষ্টা করলে বিএনপি আবার মাঠে নামবে: মির্জা ফখরুল সংস্কারের কথা বলে জনগণের সাথে লুকোচুরি খেলা হচ্ছে: রিজভী আগামীকাল ফ্রান্সে ঈদুল ফিতর ভারত-পাকিস্তান পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে সোমবার সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার পরম শ্রদ্ধায় ড. ইউনূসকে বিদায় জানালো চীন ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে জেলা প্রশাসকের বাংলো থেকে সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার অস্ট্রেলিয়ায় ঈদ অনুষ্ঠিত হবে সোমবার

হঠাৎ সালমানের প্রশংসা করলেন কেন কঙ্গনা?

রিপোর্টারের নাম :
আপডেট : মে ১৩, ২০২২
হঠাৎ সালমানকে ‘সোনার হৃদয়’ বলে প্রশংসা করলেন কেন কঙ্গনা?

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সব সময়ই দাবি করেন, তার সিনেমা নিয়ে বলিউডের বড় বড় তারকারা কখনো কথাও বলেনি। যে কারণে ‘নেপোটিজম’, ‘দলবাজি’, ‘বুলিউড’ ও ‘মুভি মাফিয়ার’ মতো শব্দ ব্যবহার করেন তিনি। কিন্তু এবার হঠাৎ করেই যেন বদলে গেলেন নায়িকা। বলি তারকা সালমান খানের এক কাজের মাধ্যমে যেন ভেতরে জমে থাকা সব ক্ষোভ বের করলেন অভিনেত্রী কঙ্গনা।

‘কুইন’ সিনেমার নায়িকার নতুন সিনেমা ‘ধাকড়’-এর ট্রেলার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বলিউডের ‘ভাইজান’। আর তাতেই বেশ প্রসন্ন নায়িকা। মুগ্ধও বলা যেতে পারে।

অভিনেত্রী নায়ককে ‘খাঁটি সোনার হৃদয়’ বলেন। আর এখন থেকে নিজেকে কখনো বলিউডে একা ভাববেন না বলেও জানান কঙ্গনা।

বৃহস্পতিবার (১২ মে) সালমান ‘ধাকড়’ সিনেমার ট্রেলার শেয়ার করেছেন। সেখানে ক্যাপশনে লিখেছেন, টিম ধাকড়কে অনেক শুভেচ্ছা। পোস্টটি কঙ্গনা ও অর্জুন রামপালকে ট্যাগও করেছেন খান সাহেব। আর সেই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ধন্যবাদ আমার দাবাং নায়ক। সোনার হৃদয়… এবার থেকে নিজেকে কখনো একা ভাববো না বলিউডে। পুরো ধাকড় টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

প্রসঙ্গত, ক’দিন আগেই সিনেমার প্রোমোশনে কঙ্গনা দাবি করেছিলেন, এই লোকগুলো কখনো আমার কাজের প্রশংসা করে না। মাঝে মাঝে মনে হয় এর পেছনে কোনো লবি নেই। বরং এরা নিরাপত্তাহীনতায় ভোগে। আগের দিন কিয়ারার সঙ্গে দেখো হলো। ও বলল, ধাকড় আর ভুলভুলাইয়া দুটো সিনেমাই দেখুন।

কঙ্গনা সিদ্ধার্থ কান্নানকে দেয়া সাক্ষাৎকারে আরও বলেন, এই তো অর্পিতা খানের ঈদ পার্টিতে গেলাম। সেখানে সবাই সিনেমার ট্রেলার নিয়ে কথা বলছিল। তাদের কাছে যদি এতোই ভালো লাগে তাহলে আড়ালে প্রশংসা করার কী আছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ