হবিগঞ্জের বাহুবল উপজেলার নৌকা ডুবে চার নারীর মৃত্যু হয়েছে। গতকাল (বুধবার) রাতে রুহাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামে লেডি বেগম (৫০), আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম (৪৫), রোশন উল্লার স্ত্রী হুরবানু (৫৫) ও তাহিদ মিয়ার স্ত্রী হুনবানু।
তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মোতালিব জানান, রাতে একটি ইঞ্জিন চালিত নৌকা স্নানঘাট থেকে সদর উপজেলার শিকারপুর গ্রামে যাচ্ছিল। নৌকাটি রউয়াইল হাওরে পৌঁছলে হঠাৎ ডুবে যায়। এতে হাওরের পানিতে তলিয়ে চারজন নারী মারা যান।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শিমুল মো. রাফি বলেন, নৌকায় মোট আটজন যাত্রী ছিল। চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাকিদের জীবিত উদ্ধার করা হয়।