হাইতির রাজধানী পোর্ট-অ- প্রিন্সের নিকটবর্তী অনুন্নত ও ঘনবসতিপূর্ণ সোলেইল এলাকায় গত ৮ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত গোষ্ঠিগত সহিংসতায় অন্তত ২৩৪ ব্যক্তি নিহত কিংবা আহত হয়েছে। শনিবার জাতিসংঘের পক্ষ থেকে একথা বলা হয়। খবর এএফপির।
জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, ‘ হতাহতদের বেশির ভাগেরই সরাসরি কোন গোষ্ঠীগত সম্পৃক্ততা ছিল না। অথচ তারা সরাসরি গ্যাং সদস্যদের টার্গেটে পরিনত হয়। আমরা যৌন সহিংসতার নতুন রিপোর্টও পেয়েছি।’