হাইপারসনিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিমান বাহিনী এ তথ্য জানিয়েছে। এটি শব্দের চেয়ে পাঁচগুণ গতি সম্পন্ন । সোমবার বিমান বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়- ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এ পরীক্ষা চালানো হয়। খবর আল জাজিরা।
নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষবস্তুতে আঘাত হেনেছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, মার্চের মাঝামাঝি থেকে তারা হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালাচ্ছে। এমন এক সময় এ অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে যখন অকাস জোটের নেতৃত্ব দিচ্ছে দেশটি। এ জোটের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া। এই তিন দেশ মিলে আরও শক্তিশালী অস্ত্রের উন্নয়নে কাজ করবে বলে জানিয়েছে।
তবে হাইপারসনিক অস্ত্রের দিক দিয়ে এগিয়ে রয়েছে রাশিয়া। দেশটি ইউক্রেনে হামলায় এই হাইপারসনিক অস্ত্রের ব্যবহার করেছে। রাশিয়া বলছে, ইউক্রেনের কিনঝালে তারা যে হাইপারসনিক অস্ত্রের হামলা চালিয়েছে তা শব্দের চেয়ে ১০গুণ গতি সম্পন্ন।
এদিকে মার্কিন সামরিক কর্মকর্তারা অভিযোগ তুলেছে, চীনও হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে চীনের পররাষ্ট্রমন্ত্রী তাদের এ অভিযোগ অস্বীকার করেছে।